• দীপাবলির আগেই দিল্লিতে ৩ শপিং মল বন্ধের আশঙ্কা, কেন এই সিদ্ধান্ত?
    এই সময় | ১৩ অক্টোবর ২০২৫
  • দোরগোড়ায় আলোর উৎসব। কিন্তু দিল্লির অর্থনৈতিক মানচিত্রে কি নেমে আসতে পারে আঁধার? রাজধানীর তিন তিনটি শপিং মলF বন্ধ হয়ে যেতে পারে, এই আশঙ্কা করা হচ্ছে। নেপথ্যে রয়েছে তীব্র জলসঙ্কটের কারণ, প্রাথমিক ভাবে জানা যাচ্ছে এমনটাই।

    দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জ অঞ্চলে অবস্থিত তিনটি জনপ্রিয় শপিং মল নিয়ে এই আশঙ্কা করা হচ্ছে। এ গুলো হলো- ডিএলএফ প্রোমেনেড, ডিএলএফ এম্পোরিও এবং অ্যাম্বিয়েন্স মল। সেখানে প্রতিদিন ভিড় জমান হাজার হাজার মানুষ। স্বাভাবিক ভাবেই এই মলগুলি বন্ধ হতে বহু মানুষ কর্মহারা হবেন। একাধিক ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেই আশঙ্কাও করা হচ্ছে।

    এই শপিং মল কর্তৃপক্ষগুলির দাবি, গত কয়েকদিন ধরেই জলের সঙ্কটে ভুগছেন তাঁরা। পরিস্থিতি এতটাই জটিল যে মলগুলির ৭০ শতাংশ শৌচালয় সঙ্কট বন্ধ রাখা হয়েছে। ন্যূনতম স্বাস্থ্যবিধি মানতেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মলগুলির রেস্তোরাঁগুলিতে। এমনকী, বাসনপত্র ধোয়ার জল না থাকায় মলগুলিতে অবস্থিত বেশ কয়েকটি খাবারের দোকানও বন্ধ রাখা হয়েছে।

    এই পরিস্থিতি তিনটি শপিং মলের কর্তৃপক্ষের দাবি, আগামী দু’তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং জল না পেলে মল চালু রাখা সম্ভব নয়। কবে পরিষেবা স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ‘দ্য দিল্লি জল বোর্ড’।

    দীপাবলির এক সপ্তাহ আগে এই সঙ্কট দেখা গিয়েছে। এ দিকে এই সময়ে ব্যাপক কেনাকাটা করেন সাধারণ মানুষ। মলগুলিতেও দিনে লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়। ফলে যদি শপিং মলগুলি বন্ধ হয়ে যায়, সে ক্ষেত্রে একদিকে যেমন কর্মহারা হবেন বহু মানুষ, তেমনই বহু টাকার ক্ষতি হবে বাণিজ্যিক দিক থেকে।

  • Link to this news (এই সময়)