স্কুলের শৌচালয়ে পা রাখতেই বিপদ! বাথরুমের দরজা বন্ধ করে যৌন লালসার শিকার ৭ বছরের ছাত্রী, শিউরে ওঠা কাণ্ড এই রাজ্যে
আজকাল | ১৪ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: স্কুলের শৌচালয়ে অপরিচিত যুবকের যৌন লালসার শিকার সাত বছর বয়সি এক ছাত্রী। স্কুল ছুটির পর শৌচালয়ে গিয়েছিল সে। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ জানিয়েছে থানায়। ভয়াবহ ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়া, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শনিবার। জয়পুরের এক বেসরকারি স্কুলের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে সাত বছর বয়সি এক নাবালিকা। স্কুল ছুটির পর স্কুলের শৌচালয়ে অপরিচিত এক যুবকের যৌন লালসার শিকার হয় সে।
নির্যাতিতা নাবালিকা জানিয়েছে, শনিবার স্কুল ছুটির পর সহপাঠীরা সকলেই বেরিয়ে গিয়েছিল। সে বাড়ি যাওয়ার আগে শৌচালয়ে গিয়েছিল। সেখানেই ঘাপটি মেরে লুকিয়ে ছিল এক অপরিচিত যুবক। শৌচালয়ে নাবালিকাকে একা পেয়েই ধর্ষণ করে সে। এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে ছেড়ে পালিয়ে যায়।
বাড়ি ফিরেই পরিবারকে ভয়াবহ ঘটনাটির কথা জানায় নাবালিকা। শনিবার রাতেই থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয়রাও জানিয়েছেন, স্কুল ছুটির পর এক যুবককে পাঁচিল টপকে পালিয়ে যেতে দেখেছিলেন তাঁরা। গান্ধী নগর থানার পুলিশ, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে। রবিবার ৩৫ বছরের যুবককে গ্রেপ্তার করে তারা। পুলিশি জেরায় স্কুলের মধ্যে নাবালিকাকে ধর্ষণের ঘটনাটি শিকার করে নিয়েছে সে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই স্কুলের মধ্যে ধর্ষণের শিকার হয়েছিল আরও এক ছাত্রী। স্কুলে যেতেই ভয় পাচ্ছিল নাবালিকা। কিন্তু কারণ কী? দিনের পর দিন মুখে কুলুপ এঁটে ছিল সে। অবশেষে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাল পরিবারে। স্কুলের মধ্যেই লাগাতর যৌন হেনস্থা ও ধর্ষণের শিকার সে। তবে ভয়ের চোটে এতদিন কাউকে কিছু জানায়নি। নাবালিকার অভিযোগ পেয়েই থানায় ছুটল পরিবার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। রবিবার পুলিশ জানিয়েছে, দিনের পর দিন স্কুলের মধ্যে হেনস্থার শিকার অষ্টম শ্রেণির এক ছাত্রী। তাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্কুলের ম্যানেজারকে। ঘটনাটি ঘটেছে সদর কোতোয়ালি থানার অন্তর্গত এলাকায়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই এলাকার এক যুবক গত সপ্তাহে থানায় অভিযোগ দায়ের করেন মেয়ের স্কুলের ম্যানেজারের বিরুদ্ধে। যুবকের অভিযোগ, তার নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছেন ওই স্কুলের ম্যানেজার। ধর্ষণের আগে দিনের পর দিন অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থা করেছেন অভিযুক্ত ব্যক্তি। ধর্ষণের শিকার হয়ে বাড়িতে ঘটনাটি জানায় নাবালিকা। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তার বাবা।
পুলিশ আধিকারিক সঞ্জয় রেড্ডি জানিয়েছেন, 'স্কুলের মধ্যেই এক অষ্টম শ্রেণির ছাত্রী যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই স্কুলের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল টেস্ট করা হবে শীঘ্রই।'