• মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়েছিলেন, উঠে দাঁড়াবার আগেই পিষে দিল ট্রেন! ভিডিও দেখে শিউরে উঠছেন মানুষ
    আজকাল | ১৪ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: একটি ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে হু হু করে। আর সেই ভিডিও দেখেই শিউরে উঠছেন সাধারণ মানুষ। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই ভিডিওতে যা দেখা গিয়েছে, অর্থাৎ যে ঘটনার ভিডিও তা হৃদয়বিদারক। এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে রেল লাইন পার হচ্ছিলেন। আচমকা রেল লাইনের উপরেই মোটরসাইকেল নিয়ে পড়ে যান তিনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়ানোর চেষ্টাও করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। মুহূর্তে একটি ট্রেন এসে পিষে দেয় ওই যুবককে।

    জানা গিয়েছে, ঘটনাটি উত্তর প্রদেশের। গ্রেটার নয়ডায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ওই ব্যক্তির পরিচয় হিসেবে জানা গিয়েছে, তিনি দাদরির বাসিন্দা তুষার। বাইকে করে রেললাইন পার হচ্ছিলেন। কিন্তু রেল লাইন পারাপার করার সময়েই, তাঁর মোটরসাইকেলের চাকাগুলি পিছলে যায়। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রেলক্রসিং বন্ধ থাকা অবস্থায় তুষার ট্র্যাক পার হওয়ার চেষ্টা করছিলেন। পড়ে যাওয়ার পর, তিনি তাঁর বাইকটি তুলে নেওয়ার চেষ্টা করেন। কয়েক সেকেণ্ড পরে, তিনি বুঝতে পারেন যে ট্রেনটি এগিয়ে আসছে এবং দৌড়ানোর চেষ্টা করলেও ট্রেনটি ঝড়ের গতিতে এসে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। 

    জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক রেল ক্রসিং দুর্ঘটনা ঘটেছে। ২,৪৮৩টি ঘটনার মধ্যে ১,০২৫টি ঘটেছে উত্তরপ্রদেশেই। 

    এর আগে, অসমেও একটি ভয়াবহ রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ভোর সাড়ে পাঁচটা। বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে, রেল লাইনের দিকে হাঁটতে গিয়েছিলেন তিনজন। এতদূর পর্যন্ত সব ঠিক থাকলেও, কিছুক্ষণ পরেই উদ্ধার হয় তিনজনের দেহ। 

    অসমের সে রাজ্যের বামুনিগাঁও রেলওয়ে স্টেশনের ধারে একসঙ্গে তিন মহিলার দেহ উদ্ধারের ঘটনায় প্রবল আতঙ্ক, চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, ভোর ৫:২৫ মিনিটের দিকে, দুটি ট্রেন-উজানিমুখা পুরী এক্সপ্রেস এবং একটি এনএমজি পণ্যবাহী ট্রেন একসঙ্গে ওই এলাকায় পেরোচ্ছিল। জানা গিয়েছে, মহিলারা সকালে হাঁটতে বেরিয়েছিলেন। একে অন্যের সঙ্গে কথোপকথনে ব্যস্ত থাকায় সম্ভবত ট্রেনের হর্ন শুনতে পাননি বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। রেললাইন পেরোচ্ছিলেন তাঁরা। আর তখনই পুরী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে তিনজনের। 

    উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ জনসাধারণকে রেললাইনের কাছে না যাওয়ার বা অনুমোদিত স্থান ছাড়া রেললাইন পার না হওয়ার জন্য বারবার নির্দেশিকা দিয়েছে, অনুরোধও করেছে। তবে তার পরেও অনেকেই বার বার ট্রেন লাইনে নেমেই একদিক থেকে অন্যদিকে যাতায়াত করে থাকেন। যদিও স্থানীয়দের বক্তব্য, পুরী এক্সপ্রেস হর্ন বাজায়নি। তাই ওই তিনজনেই বুঝতে পারেননি ট্রেন আসছে। নিহতদের নাম রুমি দাস (৫৫), কোরাবি মালু (৬০) এবং উত্তরা দাস (৬০)।

     
  • Link to this news (আজকাল)