• উৎসবের মরসুমে একাধিক দিন বন্ধ থাকবে দালাল স্ট্রিট! কবে কবে? কারণ কী? এখনই জেনে নিন
    আজকাল | ১৪ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অক্টোবর মাস। উৎসবের মরসুম। এর মধ্যেই একাধিক দিন বন্ধ থাকবে শেয়ার বাজার? তথ্য তেমনটাই। দিওয়ালি এবং তার পরের বেশ কয়েকদিন বন্ধ থাকবে শেয়ার বাজার। বিএসই এবং এনএসই উভয়ই একটানা একাধিক দিন বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জ (MCX) এবং কারেন্সি ডেরিভেটিভসও দু'দিন লেনদেনের জন্য বন্ধ রাখবে। স্বাভাবিক ভাবেই, উৎসবের মরসুমে কবে কবে বন্ধ থাকছে শেয়ার বাজার, জেনে নিন আগেভাগেই।  

    কোন কোন দিন বন্ধ থাকবে?

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) পরপর সরকারি ছুটির দিন বন্ধ থাকবে উৎসবের মরসুমে। ১৮ অক্টোবর (শনিবার) ধনতেরাসের মাধ্যমে দীপাবলি উৎসব শুরু হবে। ধনতেরাস শনিবার, তাই ওই দিন বাজার বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির দিন শনিবার এবং রবিবার এক্সচেঞ্জ বন্ধ থাকবে। মাঝে ২০ অক্টোবর যথারীতি বাজার খুলবে। 

    ২১ অক্টোবর- দীপাবলি।

    ২২ অক্টোবর-বলিপ্রতিপদ হিসেবে বন্ধ থাকবে শেয়ার বাজার।

    এছাড়া ৫ নম্ভেম্বর এবং ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে দালাল স্ট্রিট।

    ২২শে সেপ্টেম্বর NSE এবং BSE জানিয়েছে, এই বছর দীপাবলির মুহরত ট্রেডিং সেশন ২১শে অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থাৎ প্রতি বছরের মতো ২১ অক্টোবরও ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য এনএসই এবং বিএসই এক ঘণ্টার বিশেষ ট্রেডিং সেশনের আয়োজন করবে। স্পেশ্যাল ট্রেডিং উইন্ডোটি দুপুর ১:৪৫ থেকে ২:৪৫ পর্যন্ত খোলা থাকবে এবং ট্রেড পরিবর্তনগুলি দুপুর ২:৫৫ পর্যন্ত অনুমোদিত হবে। যা মুহরত ট্রেডিং নামে পরিচিত। 

    মুহরত ট্রেডিং কী?

    মুহরত ট্রেডিং হল হল একটি বিশেষ, প্রতীকী এক ঘণ্টা ট্রেডিং অধিবেশন যা প্রতি বছর দীপাবলিতে একটি নতুন সংবৎ বা হিন্দু ক্যালেন্ডার বছরের সূচনা উপলক্ষে পালিত হয়। অন্যান্য বছরে তা সন্ধের দিকে আয়োজিত হলেও, চলতি বছরে আয়োজনের জন্য দুপুর-বিকেলকেই বেছে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৪ সালে বিশেষ মুহরত ট্রেডিং অধিবেশন সন্ধে ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। 

    মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) ছুটি-

    মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ দীপাবলি লক্ষ্মী পূজা এবং বলিপ্রতিপদ উপলক্ষে ২১ অক্টোবর এবং ২২ অক্টোবর ছুটি থাকবে। ২২ অক্টোবর সন্ধের সেশনের জন্য কমোডিটি এক্সচেঞ্জটি খোলা থাকবে।

    ছুটি প্রসঙ্গে উল্লেখ্য, অক্টোবর ১৩ থেকে অক্টোবর ১৯, ২০২৫-এর সপ্তাহে ভারতের ব্যাঙ্কগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে বিভিন্ন উৎসব উপলক্ষে। চলতি অক্টোবর মাসে নবরাত্রি, দুর্গাপূজা, করবা চৌথ এবং দীপাবলি-সহ একাধিক বড় উৎসব পড়ায় সারাদেশজুড়ে ব্যাঙ্ক বন্ধের দিন বেড়েছে। 

    ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-এর নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার, এবং প্রতিটি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এর পাশাপাশি বিভিন্ন রাজ্যে আঞ্চলিক উৎসব ও সরকারি ছুটির দিনেও ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকে।

    অক্টোবর মাসে মোট ২১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে বলে তথ্য। এর মধ্যে রয়েছে দীপাবলি, মহাষ্টমী, দশেরা, দুর্গাপূজা ও ছটপূজার মতো বড় উৎসবের ছুটি এবং সাপ্তাহিক বন্ধ। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) এবং আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)-সহ সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এই নিয়মের আওতায় পড়ে।

    চলতি সপ্তাহে ব্যাঙ্ক ছুটির তালিকা (১৩–১৯ অক্টোবর ২০২৫)

    অক্টোবর ১৮ (শনিবার): গুয়াহাটিতে কাটি বিহু উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ওই দিন ধনতেরাস পড়লেও সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে না।অক্টোবর ১৯ (রবিবার): সাপ্তাহিক ছুটি হিসেবে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • Link to this news (আজকাল)