দেশের এক লক্ষের বেশি স্কুল চলছে মাত্র এক জন শিক্ষকের ভরসায়! ভয় ধরানো তথ্য তুলে ধরল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক...
আজকাল | ১৪ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত বহু স্কুল অদ্ভুত এক কঠিন চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করে চলেছে। স্কুলগুলিতে একজনই শিক্ষক। তিনিই সব বিষয় পড়ান এবং অন্যান্য কাজ পরিচালনা করেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশে ১,০৪,১২৫টি মাত্র একজন করে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। স্কুলগুলিতে ৩৩.৭ লক্ষেরও বেশি শিক্ষার্থী রয়েছে। গড়ে প্রতি স্কুলে প্রায় ৩৪ জন শিক্ষার্থী রয়েছে।
এই ধরণের স্কুলের সংখ্যার দিক থেকে অন্ধ্রপ্রদেশ শীর্ষে, এক জন করে শিক্ষক থাকা এই স্কুলগুলিতে সবচেয়ে বেশি পড়ুয়া রয়েছে উত্তরপ্রদেশে।। একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা বেশি থাকা অন্যান্য রাজ্যগুলির মধ্যে রয়েছে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কর্ণাটক, লাক্ষাদ্বীপ এবং মধ্যপ্রদেশ। ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন অনুসারে, প্রাথমিকে (প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) শিক্ষার ক্ষেত্রে প্রতি ৩০ জন পড়ুয়া পিছু এক জন করে শিক্ষক থাকা উচিত। উচ্চপ্রাথমিকের ক্ষেত্রে প্রতি ৩৫ জন পড়ুয়া পিছু এক জন করে শিক্ষক থাকলে, সেটি আদর্শ ছাত্র-শিক্ষক অনুপাত হিসাবে ধরা হয়। কিন্তু বর্তমান চিত্রের ফলে, শিক্ষার মান এবং শিক্ষকদের কাজের চাপ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
যদিও এই ধরণের স্কুলের সংখ্যা ২০২২-২৩ সালে ছিল ১,১৮,১৯০। সেখান থেকে কমে ২০২৩-২৪ সালে ১,১০,৯৭১ এ দাঁড়িয়েছে। প্রায় ৬ শতাংশ হ্রাস পাওয়া সত্ত্বেও, পরিস্থিতি ন্যায়সঙ্গত শিক্ষা অর্জনের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে রয়ে গিয়েছে।
শিক্ষা মন্ত্রকের একজন ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, সরকার শিক্ষার ফলাফল উন্নত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে, যেখানে কম বা শূন্য শিক্ষার্থী ভর্তি রয়েছে এমন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এক জায়গায় নিয়ে আসার কাজ চলছে। তিনি বলেন, “এক জন শিক্ষককে দিয়ে স্কুল চালানো কঠিন। এই সমস্যা সমাধানের জন্য, শিক্ষার্থীবিহীন স্কুলের শিক্ষকদের যে সকল স্কুলে একজন শিক্ষক রয়েছেন সেখানে পুনর্নিয়োগ করা হচ্ছে। যাতে আরও ভালভাবে শিক্ষার্থীদের শিক্ষাদান করা যায় তা নিশ্চিত করা যায়।”
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে, মাত্র এক জন শিক্ষক রয়েছেন, অন্ধ্রপ্রদেশে এমন স্কুলের সংখ্যা ১২,৯১২। উত্তরপ্রদেশে এই ধরনের স্কুল আছে ৯,৫০৮টি, ঝাড়খণ্ডে রয়েছে ৯,১৭২টি, মহারাষ্ট্রে রয়েছে ৮,১৫২টি এবং কর্নাটকে আছে ৭,৩৪৯টি। মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপে এক জন শিক্ষক নিয়ে চলা স্কুল রয়েছে ৭,২১৭টি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটি ৬,৪৮২। এ ছাড়া রাজস্থানে ৬,১১৭টি, ছত্তীসগঢ়ে ৫,৯৭৩টি এবং তেলঙ্গানায় ৫,০০১টি এই ধরনের স্কুল রয়েছে।
এক জন শিক্ষক নিয়ে চলা এই স্কুলগুলিতে পড়ুয়া ভর্তির দিক থেকে, উত্তরপ্রদেশ ৬.২ লক্ষেরও বেশি শিক্ষার্থী নিয়ে শীর্ষে রয়েছে, তারপরে রয়েছে ঝাড়খণ্ড (৪.৩৬ লক্ষ), পশ্চিমবঙ্গ (২.৩৫ লক্ষ), মধ্যপ্রদেশ (২.২৯ লক্ষ), কর্ণাটক (২.২৩ লক্ষ), অন্ধ্রপ্রদেশ (১.৯৭ লক্ষ) এবং রাজস্থান (১.৭২ লক্ষ)।
অন্যদিকে, দিল্লিতে মাত্র ন’টি এরূপ স্কুল রয়েছে। যেখানে পুদুচেরি, লাদাখ, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ এবং চণ্ডীগড়ের মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোনও স্কুল নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাত্র চারটি স্কুল রয়েছে।
এক জন শিক্ষক থাকা স্কুলগুলিতে গড় পড়ুয়ার নিরিখে সকলের আগে রয়েছে চণ্ডীগড়। সেখানে এই ধরনের স্কুলগুলিতে গড়ে ১,২২২ পড়ুয়া ভর্তি রয়েছে। তার পরেই রয়েছে দিল্লি। সেখানে এক জন শিক্ষকে চলা স্কুলগুলিতে গড় পড়ুয়া সংখ্যা ৮০৮।