বিহার জয়ে রণকৌশল বৈঠকে কং-আরজেডি, মঙ্গলেই ঘোষণা মহাগঠবন্ধনের আসনরফা?...
আজকাল | ১৪ অক্টোবর ২০২৫
আবু হায়াত বিশ্বাস,দিল্লি, ১৩ অক্টোবর:
বিহার বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। শাসক এনডিএ আসনরফা চূড়ান্ত করে ফেলেছে। বিরোধী মহাগঠবন্ধনও একপ্রকার চূড়ান্ত করে ফেলেছে আসনরফা। কেবল ঘোষণা বাকি। সূত্রের খবর, মঙ্গলবার ঘোষণা করা হতে পারে আসনরফার বিস্তারিত তথ্য। তবে এটা একপ্রকার নিশ্চিত, রাষ্ট্রীয় জনতা দল সবচেয়ে বেশি আসনে লড়াই করবে। লালুপ্রসাদ যাদবের দল ১৩৫ আসনে লড়তে পারে বলে সূত্রের দাবি। সেক্ষেত্রে কংগ্রেস ৬০ থেকে ৬১ আসনে লড়তে পারে। আগের বারের থেকে ৯-১০টি কম আসনে লড়বে। দলীয় সূত্রের দাবি, জোট শরিকদের জন্য এই ত্যাগ করতে প্রস্তুত হাত শিবির।
এদিকে, দিল্লিতে সোমবারই আরজেডি নেতা তেজস্বী যাদব কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল, রাজেশ রাম, শাকিল আহমেদ এবং কৃষ্ণা আল্লাবারুর সঙ্গে বৈঠক করেছেন। বিহার ভোটে মহাগঠবন্ধনের রণনীতি, জোটের সমন্বয়, নির্বাচনী প্রচার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, গত কয়েকদিন ধরে দফায় দফায় আলোচনার মাধ্যমে জোটের জট কাটাতে সক্ষম হয়েছে মহাগঠবন্ধনের নেতারা। জানা যাচ্ছে, বিহারে এবার বামেরা ২৯-৩০ আসনে লড়তে পারে। হেমন্ত সোরেনের জেএমএম-ও এবার বেশ কিছু আসনে লড়াই করবে। ভিআইপি, জেএমএম সহ অন্য ছোট শরিকদের জন্য ১৭-১৮ আসন ছাড়া হতে পারে। এদিকে, বিহারে জনসুরজ পার্টি দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। প্রথমে ৫১ প্রার্থী ঘোষণা করেছিল প্রশান্ত কিশোরের দল। আজ ৬৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে এই তালিকায় নাম নেই দলের প্রধান প্রশান্ত কিশোরের।
এদিকে, বিহার বিধানসভা নির্বাচনের আগে এদিন থেকেই রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম র্যান্ডম ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। অন্যদিকে, আজই দিল্লিতে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন আইএএস অফিসার কান্নান গোপীনাথন। অন্যদিকে বিহার ভোটের আগে দুর্নীতি মামলায় চাপে লালু পরিবারের। আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং পুত্র তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করেছে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ষড়যন্ত্র ও ক্ষমতার অপব্যবহারের মতো নানা অভিযোগ উঠে এসেছে বর্ষীয়ান নেতার বিরুদ্ধে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন লালু যাদব। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ‘মিথ্যা’ মামলায় তাঁদের নাম জড়ানো হয়েছে বলে দাবি করেছেন লালু-পুত্র তেজস্বী যাদব। জানিয়েছেন, আইনি লড়াই জারি থাকবে। এক্স পোস্টে তেজস্বী জানিয়েছেন, ‘যতদিন দাঙ্গাবাজ এবং সংবিধান বিরোধী বিজেপি ক্ষমতায় থাকবে এবং আমি বেঁচে থাকব, ততদিন বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এক মাস আগে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারে এসে আমাদের হুমকি দিয়েছিলেন, নির্বাচনে লড়ার জন্য যোগ্য রাখবেন না। আমরা লড়ব এবং জিতব। আমরা বিহারি, আমরা বহিরাগতদের ভয় পাই না।’