নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ঝাঁ চকচকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বেড়েছে বাইকারদের স্ট্যান্টবাজি। বিষয়টি পুলিশের নজরে এসেছিল। তাই নয়া উদ্যোগ নিল বারাকপুর কমিশনারেটের ট্রাফিক বিভাগ। শুরু হল পুলিশের ‘ইউ টার্ন’ কর্মসূচি। সম্প্রতি স্ট্যান্ট করা বাইকারদের সমাজমাধ্যমে খুঁজে বার করে অভিভাবকদের নিয়ে থানায় ডাকা হয়। পরে তাঁদের বাইক স্ট্যান্টে ঝুঁকির কথা বোঝানো সহ বিগত দিনের দুর্ঘটনার ভিডিও দেখানো হয়। তাতে তাঁরা নিজেরাই অনুতপ্ত হন। বাইকাররাই শুরু করেন ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচার। সম্প্রতি তাঁরা কল্যাণী এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের হয়ে সচেতনতা প্রচারে লিফলেট বিলি করেছেন। আগামীতে তাঁরা সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রচারে ভিডিও তৈরি করে নিজেদের সমাজমাধ্যমে পোস্ট করবেন বলেও জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা এই ভাবনাকে পুলিশের গান্ধীগিরি বলছেন। এনিয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিকের এক কর্তা বলেন, প্রথমে অল্প বাইকারদের চিহ্নিত করে ‘ইউ টার্ন’ কর্মসূচি শুরু করা হচ্ছে।