• দিল্লির জৈন মন্দিরের সোনার কলসি চুরি! তদন্তে পুলিশ
    প্রতিদিন | ১৪ অক্টোবর ২০২৫
  • দিল্লির জৈন মন্দিরের সোনায় মোড়া কলসি চুরি! তদন্তে পুলিশ

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির জৈন মন্দিরের চূড়া থেকে চুরি হল সোনার পাত দিয়ে মোড়া কলসি। পুলিশ জানিয়েছে, সেই কলসির দাম প্রায় ৪০ লক্ষ টাকা। দিন কয়েক আগে লালকেল্লার কাছে জৈনদের একটি অনুষ্ঠান থেকে এক কোটি টাকা চুরির অভিযোগ উঠেছে। এবার জ্যোতি নগরে জৈনদের মন্দির থেকে চুরি গেল কলসি।

    মন্দিরের সিসি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ওই এলাকায় সকলে করবা চৌথে ব্যস্ত ছিলেন। মন্দিরও বন্ধ হয়ে গিয়েছিল। রাত ১২টার আশপাশে সোনার কলসি চুরি করেছে চোর। ফুটেজে দেখা গিয়েছে, বিদ্যুতের তার বেয়ে মন্দিরের চূড়ায় ওঠে এক ব্যক্তি। তার পরে সেখান থেকে সোনার কলসি নিয়ে চম্পট দেয় সে। অভিযুক্তের খোঁজ চলছে।

    পুলিশ জানিয়েছে, কলসির ওজন ২৫ থেকে ৩০ কিলোগ্রাম। তামা এবং সোনার পাত দিয়ে তা মোড়া রয়েছে। বিদ্যুতের তার বেয়ে উঠলেও অভিযুক্তের কোনও ক্ষতি হয়নি। এমনটাই দেখা গিয়েছে ফুটেজে। শনিবার সকালে স্থানীয়দের চোখে পড়ে যে, মন্দিরের মাথায় সেই কলসি নেই। তখনই তাঁরা স্থানীয় থানায় খবর দেন। পুলিশ মামলা রুজু করে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তারা সিসিটিভি ফুটেজটিও সংগ্রহ করেছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে চলছে।
  • Link to this news (প্রতিদিন)