• ঘণ্টার পর ঘণ্টা থমকে গাড়ি! শিলিগুড়ি-গ্যাংটক বিকল্প রুটে তীব্র যানজটে নাকাল পর্যটকরা
    প্রতিদিন | ১৪ অক্টোবর ২০২৫
  • বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: আজ, সোমবার দুপুর থেকে সারাইয়ের জন্য চারদিনের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেল শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগের ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক। রাস্তা বন্ধ হতেই ভোগান্তি চরমে। পর্যটকদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করছে কালিম্পং জেলা প্রশাসন। ট্যুর অপারেটররা সড়ক সংস্কারের বর্তমান পরিস্থিতি জানতে চেয়ে জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগমকে চিঠি দিলেও উত্তর না মেলায় ক্ষুব্ধ। নিগমের ডেপুটি জেনারেল ম্যানেজার শিবম সিং অবশ্য জানান, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম সূত্রে জানা গিয়েছে, ৪ অক্টোবর শনিবারের ভয়াবহ বৃষ্টি ও ভূমিধসে বিধ্বস্ত হয়েছে দার্জিলিং-কালিম্পং ও সিকিম। ধস নেমেছে শিলিগুড়ি-সিকিমের ১০ নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ এলাকায়। কালিম্পংয়ের চিত্রে লাগোয়া গেইল খোলায় জাতীয় সড়কে ‘সিঙ্কহোল’ তৈরি হয়েছে। পরিণতিতে জাতীয় সড়কের তলা থেকে মাটি সরে তিস্তায় নেমেছে। ব্যাহত হয়েছে যান চলাচল। সেই জায়গা মেরামতির কাজ শেষ হওয়ার আগেই শুক্রবার বিকেলে নতুন করে ধস নামে ২৯ মাইলে। সন্ধ্যায় নিগমের পক্ষ থেকে ১০ নম্বর জাতীয় সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারপরও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি।

    ওই কারণে আজ, সোমবার দুপুর থেকে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চারদিন সেভক থেকে রংপো পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে সমস্ত যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। চারদিন সিকিম ও কালিম্পংয়ের বাসিন্দা ও পর্যটকদের সড়কপথে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগের জন্য বিকল্প রাস্তা বাগরাকোট, লাভা, আলগাড়া এবং গরুবাথান, লাভা, আলগাড়ার রুটে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সোমবার প্রথম দিনেই বিকল্প রুটে তীব্র যানজটে পড়ে নাকাল হতে হয় পর্যটকদের। অভিযোগ, শিলিগুড়ি থেকে সকালে রওনা হয়ে অনেক পর্যটক বিকেলেও গ্যাংটকে পৌঁছতে পারেনি। রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু বলেন, “বিকল্প রুটগুলোর পরিস্থিতি ভালো নেই। তাই যানজটার যন্ত্রণা লেগেই আছে। ভরা পর্যটন মরশুমে ১০ নম্বর জাতীয় সড়ক চারদিন বন্ধ ভাবা যায় না।”
  • Link to this news (প্রতিদিন)