দেবব্রত মণ্ডল, বারুইপুর: সাতবছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই বৃদ্ধকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। ধৃতের নাম রসময় সর্দার।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সাতবছরের ওই নাবালিকা বাড়ির সামনেই খেলা করছিল। সেসময় ওই প্রতিবেশী বৃদ্ধ তাকে বাড়িতে ঢেকেছিলেন। কোনও কিছু না ভেবেই ওই ব্যক্তির সঙ্গে বাড়িতে গিয়েছিল সে। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ওই ঘটনা কাউকে না বলতে ভয় দেখানো হয়েছিল! বৃদ্ধের হাত থেকে ছাড়া পেয়ে কোনওরকমে বাড়ি ফিরে এসেছিল ওই নাবালিকা।
ভয়ে কাউকেই কিছু বলেনি ওই নাবালিকা। কিন্তু কিছু সময় পর থেকেই তার শরীর খারাপ হতে শুরু করে। পরিবারের লোকজনরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। শরীর খারাপের কারণ জিজ্ঞাসা করার পরই মুখ খোলে নির্যাতিতা। গোটা ঘটনা তার মা ও ঠাকুমাকে জানায়। এরপর পরিবারের সকলে বিষয়টি জানতে পারে। রবিবারই ওই পরিবারের পক্ষ থেকে কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে।
ইতিমধ্যেই নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে কুলতলি থানার পুলিশ। অন্যদিকে, আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দির আবেদনও জানিয়েছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।