• ‘কোনও ক্ষমা নয়’, মুম্বইয়ের রাস্তার গর্তে পড়ে মৃত্যু হলেই ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ, নির্দেশ বোম্বে হাই কোর্টের
    এই সময় | ১৪ অক্টোবর ২০২৫
  • বেহাল হয়ে পড়েছে মুম্বইয়ের রাস্তা। যেখানে সেখানে খানাখন্দ। এই নিয়ে খড়্গহস্ত বোম্বে হাই কোর্ট। এই অবস্থা মেনে নেওয়া যায় না বলে জানিয়ে দিল আদালত। সেই সঙ্গেই সেখানকার রাস্তার গর্তে পড়ে কারোর মৃত্যু হলে ক্ষতিপূরণ দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। খারাপ রাস্তার কারণে কারোর মৃত্যু হলে নিহতের পরিবারকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত। সোমবার এই নির্দেশ দিয়েছে বোম্বে হাই কোর্ট।

    আদালতের মতে, সেখানে রাস্তায় যে খান্দাখন্দ হয়েছে তার দায় এড়িয়ে যেতে পারে না স্থানীয় প্রশাসন। একই সঙ্গে দেশের বাণিজ্য নগরীর রাস্তার হাল কেন খারাপ হবে তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। এই সঙ্গে বোম্বে হাই কোর্ট জানিয়েছে, প্রশাসন তার দায় এড়িয়ে যেতে পারে না। এই অবহেলার জন্য ‘কোনও ক্ষমা করা যায় না’ বলেও মন্তব্য করেছে আদালত। সেই সঙ্গেই রাস্তা রক্ষণাবেক্ষণে উদাসীনতার বিষয়টি তুলে ধরেছে।

    এই সঙ্গেই হাই কোর্ট গর্ত বা খোলা ম্যানহোলের কারণে মৃত্যুর ক্ষেত্রে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার এই নির্দেশ দিয়েছে ওই আদালতের বিচারপতি রেবতী মোহিতে ডেরে এবং বিচারপতি সন্দেশ পাতিলের ডিভিশন বেঞ্চ। একাধিক আবেদনের শুনানিতে আদালত জানিয়েছে যে, গর্ত, খোলা ম্যানহোল এবং খারাপ রাস্তার কারণে মৃত্যু এবং দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। এবং তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি দেওয়ার নির্ধারণ করা প্রয়োজন।

    আদালতের মতে, ওই খারাপ রাস্তার কারণে মৃত্যু বা আহত হলে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এক মাত্র এই কাজ করা হলেই সংশ্লিষ্ট সংস্থার ঘুম ভাঙবে। কেউ আহত হলে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাও ঠিক দিয়েছে আদালত।

    রাস্তা খারাপ থাকার কারণে মহারাষ্ট্র জুড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু বাড়ছে। এই নিয়ে একাধিক মামলা করা হয়েছিল। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিয়েছে বোম্বে হাই কোর্ট।

  • Link to this news (এই সময়)