• স্মোক বম্ব বানিয়ে লুট, দিল্লিতে ধৃত ‘এমফিল’ ডাকাত
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি, এমএসসি, এমফিল। কিছুদিন পড়াশোনা করেছে আইন নিয়েও। কিন্তু শিক্ষকতা বা কোনও উচ্চপদে চাকরি নয়, এহেন উচ্চশিক্ষার পর ডাকাতিকেই পেশা হিসেবে বেছে নিয়েছে এক যুবক। রসায়নে নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে ডাকাতির জন্য বানিয়েছিল স্মোক বম্ব। সোমবার উত্তর পশ্চিম দিল্লির মডেল টাউন এলাকায় দু’টি সোনার দোকানে ডাকাতির ঘটনায় সেই যুবকের গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম দীপ শুভম (৩২)। আদতে বিহারের সীতামারির বাসিন্দা দীপের বর্তমান ঠিকানা হরিয়ানার সোহনা এলাকা। জেরায় সে জানিয়েছে, আর্থিক টানাপোড়েনের কারণেই অপরাধের দুনিয়ায় নাম লিখিয়েছিল। বিহারে একটি ব্যাংক ডাকাতির সঙ্গেও জড়িত ছিল দীপ। রবিবার দিল্লির সিপি (ক্রাইম) হর্ষ ইন্দোরা বলেছেন, ‘গোপন খবরের ভিত্তিতে সোহনার হরি নগর এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় দীপকে। বিহারে ব্যাংক ডাকাতির সময় রসায়নের জ্ঞানকে ব্যবহার করে স্মোক বম্ব তৈরি করেছিল সে।’  পুলিশ আরও জানিয়েছে, ২০২১ সালে দিল্লির গুরজানওয়ালা এলাকায় দু’টি ব্যাঙ্ক ডাকাতিতে যথাক্রমে ৬ লক্ষ ও ৭০ হাজার টাকা লুট করেছিল দীপ ও তাঁর সহযোগীরা। ২০১৭ সালে বিহারের ব্যাংক ডাকাতিতে লুট হয়েছিল ৩ লক্ষ ৬০ হাজার টাকা। গুরজানওয়ালার ঘটনায় জামিন পাওয়ার পর থেকেই গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল সে।
  • Link to this news (বর্তমান)