• আরএসএসের কর্মসূচি নিষিদ্ধের দাবি খাড়্গে-পুত্রর
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • বেঙ্গালুরু: কর্ণাটকে সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচি বন্ধ করতে হবে। সম্প্রতি এই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে চিঠি দিয়েছেন রাজ্যের গ্রামীণ উন্নয়ন ও আইটি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ছেলে প্রিয়াঙ্কের অভিযোগ, সরকারি স্কুল, মন্দির ও খেলার মাঠে আরএসএস তাদের সভা আয়োজন করে বিচ্ছিন্নতাবাদী মতাদর্শ ছড়ানোর চেষ্টা করে। আর ওই মতাদর্শ সংবিধানের পরিপন্থী। এজন্য রাজ্যের সমস্ত সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন তিনি। এর পালটা জবাব দিতে দেরি করেনি কর্ণাটক বিজেপি। সোশ্যাল মিডিয়ায় মল্লিকার্জুন খাড়্গের পুরনো একটি ছবি পোস্ট করেছে গেরুয়া শিবির। ছবিটি ২০০২ সালে বেঙ্গালুরুতে আরএসএসের এক সভায় তোলা। খাড়্গে তখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছবি দেখিয়ে বিজেপি খাড়্গের পরিবারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছে।
  • Link to this news (বর্তমান)