• বাতিল লাইসেন্স, বন্ধ কাফ সিরাপ প্রস্তুতকারক সংস্থা
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • চেন্নাই: বিষাক্ত কাফ সিরাপ কাণ্ডে নয়া মোড়। কাফ সিরাপ প্রস্তুতকারক সংস্থা আর তামিলনাড়ুতে ওষুধ তৈরি করতে পারবে না। শিশুমৃত্যুর ঘটনা সামনে আসার পরেই ওষুধটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল একাধিক রাজ্য। সোমবার ওই প্রস্তুতকারক সংস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার। ওষুধ তৈরির লাইসেন্সও বাতিল করা হয়েছে।

    মধ্যপ্রদেশে ২২ জন শিশুর মৃত্যুর ঘটনার তদন্তে নামে ড্রাগ কন্ট্রোল দপ্তর। দেখা যায়, এসআর-১৩ ব্যাচের ওই কাফ সিরাপে নির্ধারিত মাত্রার থেকে বেশি ডাই-ইথাইল গ্লাইকল ব্যবহার করা হয়েছে। সেই সিরাপ খেয়ে কিডনি বিকল হয়ে শিশুমৃত্যুর খবর সামনে আসতেই সারা দেশে আলোড়ন পড়ে যায়। গ্রেফতার হন সংস্থার মালিক জি রঙ্গনাথন। এদিন কাফ সিরাপ প্রস্তুতকারক সংস্থায় হানা দেয় ইডি।
  • Link to this news (বর্তমান)