• প্রযুক্তি ও উন্নয়নের সম্পর্ক নিয়ে গবেষণা, অর্থনীতিতে নোবেল ত্রয়ীর
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • অসলো: পালকি থেকে পশু চালিত রথ হয়ে আধুনিক গাড়ি। প্রযুক্তির উদ্ভাবনের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে মানুষের গতি। বর্তমান দিয়ে অতীতের প্রতিস্থাপনের ভালো-মন্দ দুইই রয়েছে। নবীনদের কাছে এই বদল আশীর্বাদ। আর প্রবীণদের কাছে এ যেন মূর্তিমান অভিশাপ। জীবন ও জীবিকা হারানোর সংকট। তবে এই পরিবর্তনকে যে সমস্ত জনগোষ্ঠী হাসিমুখে গ্রহণ করেছে, সভ্যতার যাত্রাপথে তারাই এগিয়ে গিয়েছে বহু যোজন। দার্শনিক কোনও কথা নয়, রীতিমতো হাতেকলম প্রমাণ হাজির করেছেন জোয়েল মোকির, ফিলিপ অ্যাঘিয়ন এবং পিটার হাউইট। সেই কাজের স্বীকৃতি হিসেবে এবছর তাঁদের অর্থনীতিতে নোবেল পুরস্কারে সম্মানিত করা হল। নোবেল কমিটি জানিয়েছে, নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোয়েল মোকির ১২ লক্ষ ডলার পুরস্কার মূল্যের অর্ধেক পাবেন। বাকি অর্থমূল্য সমানভাবে ভাগ করে নেবেন কলেজ ডি ফ্রান্সের অধ্যাপক ফিলিপ অ্যাঘিয়ন এবং ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার হাউইট। 

    ওলন্দাজ-ইজরায়েল-আমেরিকান অর্থনীতিবিদ জোয়েল মোকির একজন অর্থনৈতিক ইতিহাসবিদ। ঐতিহাসিক তথ্য পেশ করে তিনি প্রমাণ করেছেন, স্থবিরতা কাটিয়ে অর্থনীতির উন্নয়নের পথে কোনও সমাজ কীভাবে এগিয়ে যায়। তিনি আরও বলেছেন, প্রযুক্তিগত উদ্ভাবন অনেকাংশেই সেই সমাজের চালিকাশক্তি হয়েছে। জ্ঞান, পরীক্ষা-নিরীক্ষা এবং পরিবর্তনকে সাদরে গ্রহণ করার মতো মানসিকতাই নিরন্তর প্রযুক্তিগত উদ্ভাবনে সহায়ক হয়েছে। মোকির দেখিয়েছেন, ইউরোপের শিল্পবিপ্লবের সময় সেখানে জ্ঞানবিজ্ঞান যথেষ্ট অগ্রাধিকার পেত। নতুন ধ্যানধারণাকে গ্রহণ করার মতো সহিষ্ণুতাও ছিল। 

    অন্যদিকে ফিলিপ অ্যাঘিয়ন এবং পিটার হাউইট ‘সৃষ্টিশীল ধ্বংসের’ মতো ধারণাকে কয়েক দশকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন। ১৯৯২ সালে প্রকাশিত তাঁদের যৌথ গবেষণাপত্রে অর্থনীতির একটি মডেল উঠে আসে। নতুন উদ্ভাবন কীভাবে পুরনো প্রযুক্তি ও পণ্যের স্থান দখল করে, তা চক্রাকার ওই মডেলে তুলে ধরা হয়। অর্থনীতির অন্যতম প্রাণপুরুষ যোসেফ স্কুম্পটার এই ধারণাকে প্রথম বিশ্ববাসীর সামনে আনেন। আর এই ‘সৃষ্টিশীল ধ্বংসের’ ধারণাকে গাণিতিকভাবে প্রমাণ করেন ফিলিপ ও পিটার। পুরনোকে বাতিল করে নতুনকে গ্রহণের মধ্যে ঝুঁকি থেকেই যায়। অর্থনীতিবিদদ্বয়ের গবেষণা দেখিয়েছে, প্রযুক্তির উদ্ভাবন এবং নতুন সংস্থার কাজ শুরুর সঙ্গে সঙ্গে কীভাবে পুরনোগুলি অদৃশ্য হয়ে যায়। এই প্রক্রিয়া কখনও কখনও বিনাশকারীও হয়ে ওঠে। তবে দীর্ঘমেয়াদে নতুনতর উদ্ভাবনের প্রেরণা এবং প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে। আর তাতে ভর করেই এগিয়ে চলে সেই সমাজ। 
  • Link to this news (বর্তমান)