নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যোগ্য শিক্ষকদের যেভাবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফের অংশ নিয়ে চাকরি পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, একইভাবে তাদেরও দেওয়া হোক। এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা করেছিল নিজেদের যোগ্য দাবি করা অশিক্ষক কর্মীদের (গ্রুপ সি এবং ডি) একাংশ। যদিও সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলক আরাধের বেঞ্চ তা খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে আর নতুন করে কোনও মামলা শোনা হবে না। গত এপ্রিলেই রায় দেওয়া হয়ে গিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হয়েছে। তার মধ্যে যোগ্য শিক্ষকদের জন্য ফের নতুন নিয়োগ প্রক্রিয়ার রায় দেওয়া হলেও অশিক্ষক কর্মীদের কোনও সুযোগ দেওয়া হয়নি। কারণ, সেই নিয়োগেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। ফলে নতুন কোনও আবেদন শুনব না বলেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।