• সিঙ্গুর মামলা: শীর্ষ আদালতে রাজ্যের জয়, জমি ফেরত পাবেন শুধুমাত্র কৃষকরাই
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সিঙ্গুর জমি মামলায় সুপ্রিম কোর্টে জয় রাজ্যের। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের রায়, টাটা মোটর্সের জন্য অধিগ্রহণ করা জমি ফেরত পাবেন শুধুমাত্র কৃষকরাই। কোনও কোম্পানি নয়। তার উপর ওই কোম্পানি যখন অধিগ্রহণের সময় আর্থিক ক্ষতিপুরণ (১৪ কোটি ৫৪ লক্ষ ৭৫ হাজার ৭৪৪ টাকা) নিয়েই নিয়েছে। জমি অধিগ্রহণের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করেনি। ফলে টাকা নিয়ে এখন কোনওভাবেই জমি ফেরত চাইতে পারে না কোম্পানি। 

    সিঙ্গুরে টাটা মোটর্সের এক লাখি মোটরগাড়ি ন্যা঩নো কারখানার জন্য প্রায় হাজার একর বহু ফসলি কৃষিজমি অধিগ্রহণ করেছিল তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য সরকার। জমি অধিগ্রহণ প্রক্রিয়া ভুল দাবি করে ২০০৬ সালে সুপ্রিম কোর্টে মামলা করেন জনৈক কেদারনাথ যাদব। সেই মামলার শুনানি শেষে ২০১৬ সালের ৩১ আগস্ট বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি ভি গোপাল গৌড়ার বেঞ্চ রায় দেয়, জমি অধিগ্রহণ প্রক্রিয়া ভুল। কৃষক তথা জমির মালিকদের জমি ফেরত দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই শান্তি সিরামিক্স প্রাইভেট লিমিটেড নামে এক কোম্পানি ২০১৭ সালে কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে মামলা করে। দাবি, তাদেরও জমি ফেরত দিতে হবে। ২০০৩ সাল থেকে হুগলির সিঙ্গুরে ৬০ হাজার বর্গ ফুট এলাকায় তারা কারখানা চালাচ্ছিল। হাইকোর্টে সিঙ্গল এবং ডিভিশন, দুটোতেই হার হয় রাজ্যের। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ২০১৮ সালে সুপ্রিম কোর্টে আসে রাজ্য। সোমবার সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।  শীর্ষ আদালতের রায়, ওই জমিতে শান্তি সিরামিক্সের যদি কোনও কাঠামো বা যন্ত্রপাতি থেকে থাকে, তাহলে আগামী তিন মাসের মধ্যে তা সরিয়ে নিতে হবে। নতুবা রাজ্য সরকার নিলাম করবে। নিলাম প্রক্রিয়ার খরচ বাদ দিয়ে বাকি অর্থ কোম্পানি পাবে। কিন্তু জমি ফেরৎ পাবে না। সেটি রাজ্যের হাতেই থাকবে। 
  • Link to this news (বর্তমান)