নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরজেডি-কংগ্রেস আসন সমঝোতা চূড়ান্ত। আজ অথবা আগামী কালই নাম ঘোষণা হবে। সম্ভাব্য প্রার্থীদের পাটনায় মনোয়ন জমা করার প্রয়োজনীয় প্রস্তুত নিতে বলা হয়েছে। সোমবার দিল্লিতে কে সি বেণুগোপাল, বিহার কংগ্রেসের ইনচার্জ কৃষ্ণ আলাভারুর সঙ্গে আরজেডির তেজস্বী যাদব ও সঞ্জয় যাদবের ঘরোয়া বৈঠক হয়েছে। সেখানেই ঠিক হয়েছে, ২৪৩ আসন বিশিষ্ট বিহারে আরজেডি ১৩৫ আসনে লড়বে। কংগ্রেস ৬০। তবে শেষমেশ অন্য শরিক বাম, ভিআইপি এবং পারস পাসোয়ানের জন্য নিজেদের ভাগের কিছু আসন ছাড়তেও পারে কংগ্রেস-আরজেডি। যদিও এদিন সন্ধেয় রাহুল গান্ধীর সঙ্গে তেজস্বীর যে বৈঠক হওয়ার কথা ছিল, তা হয়নি। দুপক্ষেরই দাবি, জোটে কোনও জট নেই। রাহুল-তেজস্বী আগেই এ ব্যাপারে সহমত। ফলে প্রার্থীর নাম ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। আগামী শুক্রবার প্রথম দফায় ১২১ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। এদিকে, এনডিএ শিবির সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করবে জানালেও, তা স্থগিত রাখা হয়েছে। সূত্রের খবর, জোটের আসন রফা ঘোষণা করা হলেও শরিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। ফলে কোন কেন্দ্রে কোন দল লড়বে, তা এখনও ঠিক করা সম্ভভ হয়নি।