• আরএসএসের শাখায় যৌন নিগ্রহে মৃত্যু: তদন্ত দাবি প্রিয়াঙ্কার
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: কেরলে আরএসএসের শাখায় যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে তদন্তের দাবি করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সম্প্রতি আনন্দু আজি নামে এক তথ্যপ্রযুক্তিকর্মীর আত্মহত্যার সূত্রেই উঠে এসেছে আরএসএসের শাখায় যৌন নিগ্রহের চাঞ্চল্যকর অভিযোগ। আনন্দু জানিয়েছেন, তিনি একাধিক সংঘকর্মীর যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন। এই অবস্থায় বিষয়টি নিয়ে মুখ খুললেন ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আরএসএসের সব শাখাতেই এইরকম অত্যাচার চলে বলে তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন। এটা সত্যি হলে, তা ভয়ংকর ঘটনা।’ আরএসএসের শীর্ষ নেতৃত্বের প্রতি ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি।
  • Link to this news (বর্তমান)