• নার্সকে যৌন হেনস্তা, সাসপেন্ড দিল্লি এইমসের বিভাগীয় প্রধান
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: নার্সিং অফিসারকে যৌন হেনস্তার অভিযোগ। কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি (সিটিভিএস) বিভাগের প্রধানকে সাসপেন্ড করল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)। অভিযুক্ত চিকিত্সকের নাম ডাঃ এ কে বিশোই। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তা, গালিগালাজ ও কর্মক্ষেত্রে ভীতি প্রদর্শনের মতো একাধিক অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছিল এইমস নার্সেস ইউনিয়ন। এরপরই ডাঃ বিশোইকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিটিভিএস বিভাগের দায়িত্ব অন্য এক সিনিয়র প্রফেসর সামলাবেন বলে নির্দেশিকায় জানিয়েছেন এইমসের ডিরেক্টর ডাঃ এম শ্রীনিবাস। সূত্রের খবর, ইতিমধ্যেই অভ্যন্তরীণ অভিযোগ কমিটি এই নিয়ে তদন্ত শুরু করেছে। যৌন হেনস্তার অভিযোগে এইমসের কোনও বিভাগীয় প্রধানকে এর আগে সাসপেন্ড করা হয়নি বলে জানিয়েছেন অন্য চিকিত্সকরা।

    নির্যাতিতা নার্সও সিটিভিএস বিভাগেই কর্মরত। ওই নার্সের অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর অভিযুক্ত বিভাগীয় প্রধান তাঁকে হেনস্তা করেন। ওই দিনই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তিনি। এরপর নার্সেস ইউনিয়নের তরফেও ৪ ও ৭ অক্টোবর বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়। কিন্তু এইমস কর্তৃপক্ষ ওই চিকিত্সকের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত ৯ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়ে এইমস কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলার পরই বিষয়টি নড়াচড়া শুরু হয়।

    নার্সদের সংগঠনের অভিযোগ, আগেও ওই চিকিত্সকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। কিন্তু তাঁর বিরুদ্ধে কেউ অভিযোগ করলে ‘উচিত শিক্ষা’ দেবেন বলেও প্রায়শই দাবি করতেন অভিযুক্ত। চাকরি থেকে বরখাস্ত করার ভয়ও দেখাতেন। তাই অনেক নার্সই বিভাগীয় প্রধানের হেনস্তার শিকার হয়েও মুখ খোলেননি। এইমস সূত্রে খবর, ২০০৯ সালে একই অভিযোগে তাঁকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। অভিযুক্ত চিকিত্সক অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
  • Link to this news (বর্তমান)