• ত্রিপুরায় দুধের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশের জালে দাদু
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, আগরতলা: ১৪ মাসের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন। অভিযোগের আঙুল দাদুর দিকে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য। গত শনিবারের এই নারকীয় নৃশংসতায় স্তম্ভিত আমজনতা। অভিযুক্তকে  অসমের শ্রীভূমি জেলার নিলামবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে ধর্মনগর জেলা আদালতে পেশ করা হয়। 

      জানা গিয়েছে, শিশুকন্যাকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন মেয়ে। বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে নাতনিকে বাইরে নিয়ে যান অভিযুক্ত দাদু জয়নাল উদ্দিন (৪৪)।  দীর্ঘক্ষণ পরও বাড়িতে না ফেরায় শিশুর মা উদ্বিগ্ন হয়ে পড়েন। মেয়ের খোঁজে বেরিয়ে পড়েন তিনি। কিন্তু খোঁজ মেলেনি। এরপর প্রতিবেশীরাও শিশুর সন্ধান শুরু করেন। খবর যায় পানিসাগর থানায়। ঘটনাস্থলে আসেন থানার ওসি সুমন্ত ভট্টাচার্য এবং মহকুমা পুলিস আধিকারিক রাহুল বালহেরা। এরইমধ্যে একটি রক্তমাখা কাপড় দেখে সন্দেহ হয় সকলের। পুলিশ ও এলাকাবাসী তল্লাশি আরও জোরদার করে। শনিবার রাত প্রায় ১টা নাগাদ সংলগ্ন ধানখেতে কাদামাটির গর্ত দেখতে পান তাঁরা। ওই গর্ত খুঁড়ে দুধের শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর রবিবার শিশুর দেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। 

    ঘটনার পরই অভিযুক্ত গা ঢাকা দেয়। তাকে ধরতে জেলা পুলিশ বিশেষ দল গঠন করে। তল্লাশিতে সাফল্য মেলে। রবিবার অভিযুক্তকে অসম থেকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতে তার তিনদিনের হেফাজতের আর্জি জানায় পুলিস। ঘটনার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর শিবু রঞ্জন দে একথা জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)