• দেশের ৫ আসনে উপনির্বাচনের দিন ঘোষণা
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার কমিশন জানিয়েছে, ১১ নভেম্বর ওই কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হবে। ১৪ নভেম্বর গণনার দিন ধার্য হয়েছে। ২০ অক্টোবর থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৪ অক্টোবর। ওড়িশার নুয়াপদা, পাঞ্জাবের তরণ তারণ, রাজস্থানের আন্তা, জম্মু ও কাশ্মীরের নাগোরটা ও বুদগাম আসনে উপনির্বাচন হবে। এর মধ্যে নুয়াপদা, নাগোরটা ও তরণ তারণে নির্বাচিত বিধায়ক প্রয়াত হওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হচ্ছে। আন্তা আসনের নির্বাচিত বিধায়ক ফৌজদারি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় পদচ্যুত হয়েছেন। জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বদগাঁও ও গান্ডেরওয়াল আসন থেকে লড়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। দুটি আসনেই জয়লাভ করায় বদগাঁও আসন ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
  • Link to this news (বর্তমান)