• নিরাপত্তা জোরদার করতে কাঁচরাপাড়ার বিজনেস হাবকে ক্লাস্টারে ভাগ করা হচ্ছে
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলের সব থেকে বড় বিজনেস হাব কাঁচরাপাড়া। সামনে ধনতেরাস এবং দেওয়ালি। এখন যাতে এখানে বরানগরের সোনার দোকানের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই কারণে ওই বিজনেস হাবকে কয়েকটি ক্লাস্টারে ভাগ করার ব্যবস্থা করছে পুলিশ। সব ক্লাস্টারগুলিতে পুলিশকে মোটরবাইকে টহলদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি বড় দোকানে ‘অ্যালার্ম সিস্টেম’ বসাতে বলা হয়েছে।

    কাঁচরাপাড়া শহরেই ছোট-বড় মিলিয়ে ১২৯টি সোনার দোকান রয়েছে। প্রখ্যাত সব স্বর্ণ প্রতিষ্ঠান কাঁচরাপাড়ায় তাদের শোরুম করেছে। তাই কাঁচরাপাড়ার এই বিজনেস হাবকে ঘিরে পুলিশ বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে খুব শীঘ্রই বৈঠকে বসবে পুলিশ। সব স্বর্ণ বিপণিকে আইপি ক্যামেরা বসাতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সব থানার আইসি, এসিপি, ডিসিপিদের সঙ্গে বৈঠকও করেছেন পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। সেই বৈঠকে তিনি একটি গাইডলাইন ঠিক করে দিয়েছেন। প্রতিটি থানাকে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতে নির্দেশ দিয়েছেন। একজন করে অফিসারকে দায়িত্ব দিতে হবে নিয়মিত সোনার দোকান এবং বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সঙ্গে যোগাযোগ রাখার জন্য। শুধু আরটি মোবাইল নয়, মোটরবাইকেও নিয়মিত টহলদারি করতে হবে। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী বলেন, শুধু বারাকপুর শিল্পাঞ্চল নয়, নদীয়া জেলার মানুষও কেনাকাটা করতে কাঁচরাপাড়ায় আসেন। এখান থেকে গান্ধী মোড় পর্যন্ত দু’ধারে বড় বড় দোকান রয়েছে। নিশ্চিন্তে সবাই ব্যবসা করেন, আগামী দিনেও করবেন। পুলিশি টহলদারি আরও বাড়ছে। কাঁচরাপাড়া ব্যবসায়ীদের চিন্তার 

    কিছু নেই।
  • Link to this news (বর্তমান)