• খাঁচায় বাঘরোল, উদ্ধার করে নিয়ে গেল বনদপ্তর
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: সোমবার সকালে নামখানার রাধানগরে একটি বাঘরোলকে ঘিরে শোরগোল পড়ল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় রাঘরোলটি ঘুরে বেড়াচ্ছিল। এমনকী ওই গ্রামের বাড়িগুলি থেকে হাঁস ও মুরগি নিয়েও পালিয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন। তবে বাঘের মতো দেখতে বলে সবাই ভয়ও পেতেন। শেষে পর্যন্ত রবিবার রাতে স্থানীয় বাসিন্দা শেখ আবিদ তাঁর পোল্ট্রি ফার্মে একটি খাঁচা পাতেন। সোমবার সকালে উঠে তিনি দেখেন, সেই খাঁচায় প্রাণীটি ধরা পড়েছে। এই খবর জানাজানি হতেই গ্রামবাসীরা বাঘরোলটিকে দেখার জন্য ওই পোল্ট্রি ফার্মের কাছে ভিড় জমান। খবর দেওয়া হয় বনদপ্তরে। পরে বনদপ্তরের কর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এটি পূর্ণবয়স্ক একটি বাঘরোল। সেটিকে পরে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)