• সল্টলেকে জানালার গ্রিল ভেঙে চুরি
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের এএ ব্লকে একটি বাড়িতে দুঃসাহিক চুরি হয়েছিল। ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। রবিবার কলকাতার ট্যাংরা এলাকা থেকে শেখ সাবির নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, ২ অক্টোবর রাতে ওই বাড়িতে কেউ ছিলেন না। পরিবারের সদস্যরা কলকাতার মানিকতলায় একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। পরদিন সকালে, অর্থাৎ ৩ অক্টোবর বাড়ি ফিরে দেখেন, মূল দরজা ভিতর থেকে বন্ধ। কিন্তু, বাড়ির পিছনের দিকের জানালার গ্রিল ভাঙা! দুষ্কৃতীরা অবাধে লুটপাট চালিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা নগদ, সাড়ে ৩  লক্ষ টাকার সোনার গয়না, ২০ হাজার টাকার রুপোর গয়না সহ রুপোর কয়েন, মুক্তোর সেট নিয়ে চম্পট দিয়েছে। গত ৬ অক্টোবর বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ সাবিরকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, জেরায় সে চুরির কথা স্বীকারও করেছে। গ্রেফতারের পর তাঁকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়। সাত দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।
  • Link to this news (বর্তমান)