• রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাপ ডাউনলোড করার চেষ্টা, লিঙ্কে ক্লিক করতেই দেড় লক্ষ টাকা উধাও, ধৃত ৮ জালিয়াত
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাপ ডাউনলোড করার জন্য পাঠানো লিঙ্কে ক্লিক করে লক্ষাধিক টাকা খোয়ালেন বৃদ্ধ। মোবাইলে মেসেজ পাওয়ার পরই তিনি জানতে পারেন, টাকা উঠে গিয়েছে। এরপরই তিনি কাশীপুর থানায় লিখিত অভিযোগ করলে জালিয়াতি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেফতার করেছে। খাস কলকাতায় বসেই তারা ‘মিনি জামতাড়া’ তৈরি করে সাইবার জালিয়াতি করছে বলে জানা যাচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।

    পুলিশ সূত্রে খবর, কাশীপুর থানা এলাকার বাসিন্দা দিলীপকুমার সিং (৬০) অ্যাকাউন্টের তথ্য অনলাইনে জানার জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করছিলেন। ২২ সেপ্টম্বর থেকে দুদিন ধরে চেষ্টা করেন তিনি। কিন্তু ওই অ্যাপ ডাউনলোড করতে পারেননি। এরপর তিনি গুগল ঘেঁটে ব্যাঙ্কের হেল্পলাইন নম্বর খুঁজতে শুরু করেন। একটি নম্বরে ফোন করলে বলা হয়, তারা যোগাযোগ করবে। আসলে তারা যে জালিয়াত, বুঝতে পারেননি বৃদ্ধ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয় দিয়ে লিঙ্ক পাঠানো হয়। বলা হয়, তাতে ক্লিক করলেই অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। প্রতারকদের কথামতো তিনি তা করে বসেন। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৩০ হাজারের বেশি টাকা উঠে যায়। মেসেজ পেয়ে দিলীপবাবু টাকা কেটে যাওয়ার বিষয়টি জানতে পারেন। প্রতারিত হয়েছেন বুঝেই অভিযোগ করেন কাশীপুর থানায়। 

    যে নম্বর থেকে ফোন করেছিল অভিযুক্ত, পুলিশ সেই নম্বরের সূত্র ধরে দুজনকে প্রথমে গ্রেফতার করে। তাদের জেরা করে অফিসাররা জানতে পারেন, এর পিছনে একটি বড় চক্র রয়েছে। তারা কলকাতায় বসে লোকজনের সঙ্গে সাইবার জালিয়াতি করছে। একাধিক যুবক কাজ করছে। বিভিন্ন ব্যক্তিকে ফোন করে তারা লিঙ্ক পাঠাচ্ছে। এমনকি অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা অন্য কোনওভাবে সাইবার জালিয়াতি করছে। বেআইনি কল সেন্টার খুলে সেখান থেকে এই প্রতারণা চলছে। কলকাতাতেই তারা ছোটোখাটো জামতাড়া বানিয়ে ফেলেছে। এরপরই বেহালা, হরিদেবপুর, পূর্ব পুটিয়ারি সহ বিভিন্ন জায়গায় রবিবার রাতে হানা দিয়ে আরও ছয় জনকে গ্রেফতার করে কাশীপুর থানা। তাদের জেরা করে জানা গিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয় দিয়ে তারা বিভিন্ন ব্যক্তিকে ফোন করে টাকা হাতাচ্ছে। গত কয়েকমাসে তারা সবমিলিয়ে কয়েক কোটি টাকা হাতিয়েছে বলে জানা যাচ্ছে।
  • Link to this news (বর্তমান)