• ভিক্ষার ছলে চুরি, আটক ২ বানজারা
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: কোলে দুধের শিশুসন্তানকে নিয়ে ভিক্ষার আছিলায় অভিনব কায়দায় ফাঁকা বাড়িতে চুরি। নিমেশের মধ্যে একটি ঘরে ঢুকে গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় বানজারাদের দল। পরে দ্বিতীয় বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েন তাঁরা। সোমবার সকালে দেগঙ্গার সোহাই-কুমারপুর গ্রামের এই ঘটনায় উদ্ধার হয়েছে চুরি করা সোনা, রুপোর গয়না সহ নগদ টাকা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কুমারপুর গ্রামের রং মিস্ত্রি মসিদুল হোসেন বেরিয়েছিলেন কাজে। তাঁর স্ত্রী নাসিমা বিবি পেশায় আশাকর্মী। মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন পোলিও কর্মসূচিতে। বাড়ির গেটে লাগানো ছিল তালা। কিন্তু ফাঁকা বাড়ির পিছন থেকে ঘরের খোলা চিলেকোটা দিয়ে ঘরে ঢোকেন দু’জন। ফাঁকা দুটি ঘরে একের পর এক আলমারির তালা ভেঙে জিনিসপত্র লণ্ডভণ্ড করেন। চুরি করে নিয়ে যান রুপাোর অলঙ্কার ও নগদ টাকা। পরে পাশের একটা বাড়িতেও দুই মহিলা বানজারা একই কায়দায় চুরি করতে যান। তখনই স্থানীয় বাসিন্দারা তাঁদের ধরে ফেলেন। পরে দেগঙ্গা থানার পুলিশ এসে তাঁদের আটক করে। উদ্ধার হয় চুরি যাওয়া রুপোর গয়না ও নগদ টাকা।
  • Link to this news (বর্তমান)