• জুয়েলারি দোকানের মালিকের সোনা হাতিয়ে উধাও কারিগর, অবশেষে ধৃত
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুচিপাড়ার পর ওয়াটগঞ্জ। জুয়েলারি দোকানের মালিকের কাছ থেকে অলংকার তৈরির জন্য সোনা হাতিয়ে উধাও কারিগর। ওই সোনার বাজারজর সাড়ে আট লক্ষ টাকা বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কারিগর রাজু পাঁজাকে রবিবার রাতে গ্রেফতার করেছে ওয়াটগঞ্জ থানা। তাকে জিজ্ঞাসাবাদ করে চোরাই সোনা উদ্ধারের চেষ্টা চলছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওয়াটগঞ্জ এলাকার ওই জুয়েলারি দোকানের মালিক বাইরের কারিগর দিয়ে অলংকার তৈরি করান। গয়নার ডিজাইন তাঁর কাছ থেকে নিয়ে যান কারিগররা। সেইমতো সোনা নিয়ে গিয়ে তাঁরা অলংকার তৈরি করে দেন। বিনিময়ে মজুরি পান তাঁরা। অভিযুক্ত রাজু ওই জুয়েলারি দোকান থেকে সোনা নিয়ে গিয়ে গয়না তৈরি করে দিত। অনেকদিন ধরেই সে এই কাজ করছে। ফলে তার প্রতি বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল দোকান মালিকের। সেই সূত্রেই তাকে গয়না গড়ার জন্য সোনা দেওয়ার পরিমাণ বাড়িয়েছিলেন তিনি।

    অভিযোগ, মাসখানেক আগে দোকানের মালিক তাকে ৭৫ গ্রাম সোনা দিয়েছিলেন গয়না তৈরির জন্য। কিন্তু সে গয়না তৈরি করে দিয়ে যায়নি। মালিক নানাভাবে ওই কারিগরের সঙ্গে যোগাযোগ চেষ্টা করেন। সব সময়ই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। বাধ্য হয়েই মালিক অভিযোগ করেন ওয়াটগঞ্জ থানায়। 

    তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই অভিযুক্ত ফোন নম্বর বদল করে একইভাবে বিভিন্ন জায়গায় প্রতারণা করে বেড়াচ্ছে। সোর্সকে কাজে লাগিয়ে জানা যায়, সে মধ্য কলকাতার এক জায়গায় রয়েছে। সেখানে হানা দিয়ে রাজুকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে অফিসাররা জানতে পেরেছেন, প্রথমে সে বেশ কিছুদিন দোকান থেকে সোনা নিয়ে এসে অলংকার তৈরি করে দিয়ে আসত। এভাবে বিশ্বাসযোগ্যতা অর্জন করার পর সোনা হাতিয়ে পালাত। বদলে ফেলত মোবাইলের নম্বর ও হ্যান্ডসেট। যাতে কোনওভাবেই তাকে ধরা না যায়। এভাবেই সে প্রতারণা করে বেড়াচ্ছিল। চোরাই সোনা গলিয়ে গয়না তৈরি করে সে বিভিন্ন জায়গায় বেচে দিত। ধৃতকে জেরা করে চোরাই সোনা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ
  • Link to this news (বর্তমান)