নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ বন্দর থানা এলাকায় এক নাবালিকা ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়ে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে পুলিশ রবিবার এক যুবককে পাকড়াও করে। তার বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলাও দায়ের করে। সোমবার ধৃতকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে ২৪ অক্টোবর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি নির্যাতিতার গোপন জবানবন্দির আর্জি মঞ্জুর করেছে আদালত।
কোর্ট সূত্রে জানা গিয়েছে, ২৮ সেপ্টেম্বর নির্যাতিতার পরিবারের তরফে দক্ষিণ বন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামে। অভিযোগ, পূর্ব পরিচিত ওই যুবক নাবালিকাকে নানা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে তাকে একাধিকবার ধর্ষণ করে। এর ফলে নির্যাতিতা গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হতেই পুলিসে অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতার মেডিকেলও করানো হয়। সেখানেই তার গর্ভবর্তী হওয়ার বিষয়টি ধরা পড়ে। এদিন ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়। সরকারি আইনজীবী তাতে জোরালো আপত্তি জানান। উভয়পক্ষের বক্তব্যের শেষে বিচারক জামিনের আর্জি নাকচ করে দেন।