নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাশের বিল্ডিংয়ে টাকা দেওয়া হচ্ছে। কিন্তু সেখানে সোনার গয়না পরে গেলে টাকা মিলবে না। তিনি সকলের গয়না রেখে দিচ্ছেন। ফিরে এসে সকলে তাঁর কাছে থেকে গয়না নিয়ে যাচ্ছেন। প্রতারকের দেওয়া এমন টোপ গিলে সোনার লক্ষাধিক টাকার অলঙ্কার খোয়ালেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে জোড়াবাগান থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কেপমার এবাদুল গাজিকে গ্রেফতার করেছে জোড়াবাগান থানা। গয়না উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিনী বৃদ্ধা জোড়াবাগান লাগোয়া একটি ফুটপাতে থাকেন। কয়েকদিন আগে এবাদুল ওই এলাকায় হাজির হয়। টার্গেট করেন ওই বৃদ্ধাকে। তাঁর সঙ্গে আলাপ জমিয়ে বলেন, পাশের একটি বাড়িতে পুজো ও দীপাবলি উপলক্ষ্যে টাকা দিচ্ছেন ব্যবসায়ীরা। অনেকেই টাকা নিতে যাচ্ছেন। আসলে এটি যে টোপ, তা বুঝতে পারেননি বৃদ্ধা। তাঁকে বলা হয়, সেখানে সোনার গয়না পরে গেলে হবে না। পয়সা কড়ি আছে ধরে নিয়ে টাকা দেবেন না ব্যবসায়ীরা। তাই এবাদুলের কাছে অনেকেই সোনা রেখে গিয়েছেন।
ওই বৃদ্ধা এই ফাঁদে পা দিয়ে ফেলেন। হাতের বাউটি, কানের দুল জমা রেখে টাকা আনতে যান। আর অভিযুক্ত বলেন, তিনি পাশের বাড়ির উপরে থাকছেন। কিছুক্ষণ পর বেরিয়ে আসবেন। এদিকে, যে বাড়িতে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেখানে গিয়ে বৃদ্ধা দেখেন কিছুই নেই। ফিরে এসে অভিযুক্তকেও পাননি। এরপরই অভিযোগ করেন থানায়।
তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। জানা যায় অভিযুক্ত এই ধরনের অপরাধ আগেও করেছেন। এমনকী ধরাও পড়েছেন। তাঁর বাড়ি কুলতলিতে। সেখান থেকে এসে প্রতারণা করে বেড়াতেন। এরপরই পুলিশ সেখানে হানা দিয়ে তাঁকে রবিবার গ্রেফতার করে নিয়ে আসে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সোনার গয়নাগুলি উদ্ধারের চেষ্টা হচ্ছে।