নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের সাইবার হানা! এবার এক রিয়েল এস্টেট সংস্থার ডেটা সার্ভারে সাইবার অ্যাটাক করল হ্যাকাররা। এমনকী, ‘মুক্তিপণ’ চেয়ে ওই সংস্থার কাছে পাঠানো হয়েছে র্যানসম নোটও। ওই সংস্থার সিস্টেম কম্পিউটার এখন বিপর্যস্ত। সেখানে ম্যালওয়ার পাঠিয়ে পুরো সিস্টেমকে হ্যাক করা হয়েছে। বিষয়টি নজরে আসার পরই সংস্থার পক্ষ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
তেঘরিয়া এলাকায় ওই সংস্থার অফিস। এই ঘটনাটি সামনে আসে রবিবার সকাল ৬টা ৩৪ মিনিট নাগাদ। কারণ, ততক্ষণে সিস্টেমগুলি আক্রান্ত করে দিয়ে হ্যাকাররা একটি র্যানসম নোট পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই সংস্থার মোট তিনটি ডেটা সার্ভারে সাইবার হানা হয়েছে। সেইসঙ্গে সাইবার অপরাধীরা দু’টি কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে। তাতে গুরুত্বপূর্ণ কাজের ডেটাবেস এবং ব্যবসা কেন্দ্রীক যাবতীয় তথ্য সংরক্ষিত ছিল। সিস্টেমগুলি একটি ডেডিকেটেড লাইন ফাইবার সংযোগের মাধ্যমে সংযুক্ত ছিল। দু’ধরনের অ্যান্টি ভাইরাস দ্বারা সুরক্ষিত ছিল। হ্যাকাররা ম্যালওয়্যার দিয়ে এই সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংস্থার আইটি টিমের সহায়তায় প্রাথমিক ফরেন্সিক পরীক্ষা শুরু হয়েছে। হ্যাকারদের খোঁজ চলছে। এই সাইবার হামলার প্রভাব পড়েছে সংস্থার কাজকর্মে। সার্ভার এনক্রিপ্টেড হওয়ায় পুরো ব্যবস্থা এখন থমকে গিয়েছে। সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, বেশিরভাগ সময় হ্যাকাররা ফাইল এনক্রিপ্টেড করে র্যানসম চায়। টাকা পাঠালে ফাইল ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়ে। কিন্তু, অনেক সময় দেখা গিয়েছে, টাকা দিলেও তারা ফাইল রিড করা অবস্থায় ফেরায় না। তাই র্যানসম দেওয়াও বিপজ্জনক। তবে, কীভাবে এই সাইবার হানা হল, তার তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যের একটি সরকারি সংস্থার অফিসেও সাইবার হানা হয়েছে। সেই হানার পিছনে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার দিকেই অভিযোগের আঙুল উঠেছিল।