নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার শিয়ালদহ-বনগাঁ শাখায় চলন্ত ট্রেন থেকেই সাতটি মোবাইল ফোন চুরি হয়। এই ঘটনায় তিন ছিনতাইবাজ পালিয়ে গেলেও শেষে এক কিশোরকে ধরে ফেলেন যাত্রীরা। ধৃত কিশোরের বাড়ি ঝাড়খণ্ডে। তার কাছ থেকে একটি মোবাইল অবশ্য উদ্ধার হয়েছে। পরে কিশোকরকে অশোকনগর জিআরপির হাতে তুলে দিয়েছেন যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ন’টার সময় শিয়ালদহ-বনগাঁ লোকাল ট্রেন মানে বাদুরঝোলা ভিড়। সেই সুযোগে চলন্ত ট্রেন থেকেই সাত যাত্রীর সাতটি মোবাইল চুরি হয়ে যায়। সন্দেহ হওয়ায় রেলযাত্রীরা চারজনকে ধরে অশোকনগর স্টেশনে নামান। তখনই তিনজন পালিয়ে গেলেও এক কিশোরকে ধরে ফেলেন যাত্রীরা। সে ঝাড়খণ্ডের বাসিন্দা। তার কাছ থেকেই ছিনতাই হওয়া একটি মোবাইল উদ্ধার হয়। এই প্রসঙ্গে রাহুল সরকার নামে এক যাত্রী বলেন, ভিন রাজ্য থেকে এখানে এসে চলন্ত ট্রেন থেকে এদিন সাতটি মোবাইল চুরি করা হয়েছে। আমরা ওই বছর ১৬-এর কিশোরকে ধরে জিআরপির হাতে তুলে দিয়েছি। খোয়া যাওয়া মোবাইল আমরা ফেরতের দাবি জানিয়েছি পুলিশের কাছে। আর পুলিশ জানিয়েছে, কিশোরকে জেরা করে ঘটনার তদন্ত করা হচ্ছে।