• বনগাঁ: কমেছে সংক্রমণের হার, চলতি সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত ১১ জন
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: একটানা বৃষ্টি কমতেই শহর জুড়ে মশার দাপট বেড়েছে। সন্ধ্যা হলেই মশার জন্য নাজেহাল অবস্থা বনগাঁ শহরের বাসিন্দাদের। পাশাপাশি বাসিন্দাদের মনে ডেঙ্গু আতঙ্কও দানা বেঁধেছে। চলতি সপ্তাহে মহকুমায় ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর হদিশ মিলেছে। এটা গত সপ্তাহের তুলনায় অনেকটাই কম। তবে বনগাঁ পুরসভা এলাকায় একজন ডেঙ্গু আক্রান্ত হলেও তিনি ভিন রাজ্য থেকে এসেছেন বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে। এছাড়া বাগদা ব্লকে একজন, বনগাঁ ব্লকে পাঁচজন এবং গাইঘাটা ব্লকে চারজন ডেঙ্গু আক্রান্ত রোগীর হদিশ মিলেছে।

    শহরে মশার দাপট কমাতে পুরসভার পক্ষ থেকে একাধিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। নিয়মিত শহরের রাস্তাঘাট পরিষ্কার, নিকাশিনালায় মশা মারার ওষুধ স্প্রে করা হচ্ছে। পুরসভার জঞ্জাল বিভাগের কর্মীরা দিনরাত এক করে কাজ করছেন। স্বাস্থ্যবিভাগের কর্মীরাও ডেঙ্গু মোকাবিলায় তৎপর। এবিষয়ে পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, শহরের কোনও বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত হননি। আমাদের সাফাই বিভাগ ও স্বাস্থ্যবিভাগের কর্মীরা নিয়মিত কাজ করছেন। মশা নিধনে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে। 

    এবছর টানা বৃষ্টিতে শহরের জলাশয়গুলি পরিপূর্ণ। রাস্তার পাশের নিচু জায়গায় জল থাকার কারণে বেড়েছে মশার উপদ্রব। তবে মহকুমার এক স্বাস্থ্য আধিকারিক বলেন, মশার উপদ্রব বাড়লেও এবছর ডেঙ্গু নিয়ন্ত্রণে আছে। ডেঙ্গু মশা মূলত পরিষ্কার জলে ডিম পাড়ে। জলাশয়গুলি অতি বৃষ্টিতে উপচে গিয়েছে। অতি বৃষ্টিতে ছোট মাছের বংশবৃদ্ধিও হয়েছে। ফলে পরিষ্কার জলে মশার লার্ভা মাছ খেয়ে নেওয়ায় ডেঙ্গু মশা সেভাবে বংশবিস্তার করতে পারেনি। তাই শহরে ডেঙ্গুও নিয়ন্ত্রণে রয়েছে।  
  • Link to this news (বর্তমান)