• রাস্তা তৈরির টাকা আত্মসাতের অভিযোগ, বাদুড়িয়ায় বিক্ষোভ
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করা হয়েছে। এমন অভিযোগ তুলে বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। বিক্ষোভকারীরা বলেন, বেশ কিছুদিন আগে রাস্তা তৈরির টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু রাস্তাটি কিছুটা তৈরি করার পর কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদার সংস্থা। বিষয়টি পঞ্চায়েতকে একাধিকবার জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। এদিকে, তৈরি না হওয়া ওই রাস্তা দিয়ে চলাচল করার ভীষণ সমস্যা হচ্ছে বলে জানান বিক্ষোভকারীরা। তাই বাধ্য হয়ে এদিন পঞ্চায়েতে বিক্ষোভ দেখান তাঁরা।

    তবে এই অভিযোগের কথা অস্বীকার করে চাতরা পঞ্চায়েতের প্রধান আসলামউদ্দিন বলেন, রাস্তা খারাপ বলে কেউ কেউ বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু যে রাস্তাটির কথা ওঁরা বলছেন, তার বেশ কিছুটা অংশ প্রতিবছর জলে ডুবে থাকে। সেই কারণে তৈরি করার পর এক বছরও কাটতে না কাটতেই ফের খারাপ হয়ে গিয়েছে ওই রাস্তা। তবে বিক্ষোভকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। দ্রুত ওই রাস্তাটি ফের সংস্কার করে দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)