প্রয়াত অবিভক্ত মেদিনীপুরের সিপিআইএমের প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার, ‘অন্তিমযাত্রা’ সমাপ্ত হবে দেহদানের মধ্য দিয়ে
আনন্দবাজার | ১৪ অক্টোবর ২০২৫
প্রয়াত হলেন প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার। অবিভক্ত মেদিনীপুর জেলায় সিপিএমের জেলা সম্পাদকের পদ সামলেছিলেন তিনি। ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীতেও। ট্রেড ইউনিয়ন নেতা হিসাবেও বিশেষ পরিচিতি ছিল তাঁর। সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মেদিনীপুর শহরের বিধাননগরে নিজের বাস ভবনে রাত ১১টা ১৫ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন এক কালের ‘দাপুটে’ নেতা তথা মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক। দলের জেলা নেতৃত্ব সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ, স্পোর্টস ডেভলপমেন্ট অ্যাকাডেমি তৈরির ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান ছিল। শহিদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবন ও বিদ্যাসাগর ইনস্টিটিউট-ও গড়ে উঠেছিল তাঁর প্রচেষ্টায়। নিয়মানুবর্তিতার জন্যও তিনি বিশেষ পরিচিত ছিলেন। ২০১৫ সালে জেলা সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। ২০২২ সালে রাজ্য সম্পাদকমণ্ডলী থেকেও পেয়েছিলেন অব্য়াহতি।
তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দলের অন্দরে। দল সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত জেলার দলীয় কার্যালয়ে তাঁর মরদেহ রাখা হবে। শেষ শ্রদ্ধা জানাবেন শহর তথা জেলার বাম নেতৃত্ব। তার পরে দলীয় কার্যালয় থেকে শহরের রাজপথ দিয়ে গোলকুঁয়াচক, পঞ্চুরচক, ক্ষুদিরাম স্ট্যাচু মোড়, কোরানিতলা হয়ে দেহ নিয়ে যাওয়া হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই হবে দেহ দান। শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হতে পারে মেদিনীপুর কলেজেও।