• লক্ষ্য বাংলার তৃণমূল স্তরের ফুটবল উন্নয়ন, জার্মানির ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছে শ্রাচি স্পোর্টস
    প্রতিদিন | ১৪ অক্টোবর ২০২৫
  • স্টাফ রিপোর্টার: বাংলার তৃণমূল স্তরের ফুটবল উন্নয়নের জন্য জার্মানির ক্লাব এফসি ইংগলস্টাডের সঙ্গে যুক্ত হচ্ছে শ্রাচি স্পোর্টস। এদেশের তরুণ ফুটবল প্রতিভা বাছাই করে ইংগলস্টাডের কোচেদের কাছে উন্নত মানের ট্রেনিং নিতে পাঠাবে শ্রাচি স্পোর্টস। শুধু তরুণ ফুটবলারদের উন্নতমানের ট্রেনিং দেওয়াই নয়, এদেশের উদীয়মান কোচেদেরও ট্রেনিং দেবেন জার্মান কোচেরা।

    সম্প্রতি মধ্যপ্রদেশের বিচারপুরের পাঁচজন তরুণ ফুটবলার জার্মানিতে গিয়ে ট্রেনিং নিচ্ছেন। সেই ফুটবলারদের প্রতিভা দেখেই উদ্বুদ্ধ হয়ে এই কর্মযজ্ঞ শুরু করছে বাংলার এই সংস্থাটি। জার্মান ক্লাবটির সঙ্গে মূলত চুক্তি হচ্ছে শ্রাচির অন্যতম ফ্ল্যাগশিপ উদ্যোগ অ্যাথলিড স্পোর্টস অ্যাকাডেমির সঙ্গে। ইতিমধ্যেই শ্রাচি বর্ধমানে একটি অ্যাকাডেমি তৈরি করেছে। আরেকটি দিল্লিতে তৈরি করার পরিকল্পনা রয়েছে।

    শ্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি বলেন, “শ্রাচি স্পোর্টস উদীয়মান ফুটবলারদের বিশ্বের সামনে নিজেদের মেলে ধরার জন্য একটা মঞ্চ তৈরি করে দিতে চায়। বিশেষ করে গ্রামীণ ও উপজাতি ক্রীড়াবিদদের পরিচয় ঘটাতে চায় বিশ্বের সামনে। অ্যাথলিড স্পোর্টস অ্যাকাডেমির সঙ্গে ইংগলস্টাডের এই যুক্ত হওয়া আমাদের লক্ষ্যের একটা অন্যতম ধাপ। উদীয়মান ফুটবলার ও কোচেদের আন্তর্জাতিক মানের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সাহায্য করবে আমাদের এই উদ্যোগ।”
  • Link to this news (প্রতিদিন)