• জাল বসালেও কাটেনি বিপদ, ফের মা উড়ালপুলে চিনা মাঞ্জায় অঘটন
    আনন্দবাজার | ১৪ অক্টোবর ২০২৫
  • কলকাতায় ফের চিনা মাঞ্জায় গলা কেটে জখম হওয়ার ঘটনা ঘটল। রবিবার বিকেলে মা উড়ালপুলের উপর দিয়ে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময়ে চিনা মাঞ্জায় গলাকেটে যায় এক ব্যক্তির। ঘটনাটি এতই দ্রুত ঘটে যে, ওই বাইকচালক শুরুতে কিছু বুঝতে পারেননি। কিছু ক্ষণ বাদে তিনি অনুভব করেন, গলার কাছে তরল কিছু গড়াচ্ছে। পরে তিনিখেয়াল করেন, পরনের জামা রক্তে ভেসে যাচ্ছে। এই ঘটনার পরে চিনা মাঞ্জার বিপদ ঠেকানোর ক্ষেত্রে প্রশাসনের ঢিলেঢালা মনোভাব নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

    পুলিশ জানিয়েছে, ই এম বাইপাসের ভিআইপি নগরের বাসিন্দা সঞ্জয় খাটুয়া রবিবার বিকেলে এসএসকেএম হাসপাতালের দিক থেকে বাইক নিয়ে প্রথমে এ জে সি বসু রোড উড়ালপুলে ওঠেন। বাইপাসের দিকে যাওয়ার জন্য মা উড়ালপুল ধরে কিছুটা এগোনোর পরেই চিনা মাঞ্জায় জখম হন তিনি। সঞ্জয় জানান, মাঞ্জায় শুধু তিনি জখমই হননি, সেই সুতো বিপজ্জনক ভাবে তাঁর হেলমেটে জড়িয়ে যায়। যার জেরে হেলমেটের বেল্ট কেটে বেরিয়ে যায়। ঘটনাটি ঘটে ঠিক পার্ক সার্কাস সাত মাথার মোড়ে, মা উড়ালপুলের উপরে। সঞ্জয় বলেন, ‘‘মা উড়ালপুল ধরে আসার সময়ে কিছু একটা হেলমেটে পেঁচিয়ে গিয়েছে বলে মনে হয়েছিল। কিন্তু ওই জায়গায় বাইক থামানোর উপায় ছিল না। এর পরেই খেয়াল করলাম, গলার অংশ থেকে তরল কিছু গড়িয়ে পড়ছে। আমার পিছনের এক বাইক-আরোহী বিষয়টি খেয়াল করেন। তিনি দেখান, আমার জামা রক্তে ভিজে গিয়েছে। মাঞ্জার ধারে গলার কাছে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। আর একটু হলে গলার নলি কেটে যেতে পারত। গলায় এখন খুব ব্যথা।’’

    প্রসঙ্গত, এক সময়ে মা উড়ালপুলে চিনা মাঞ্জায় বাইকচালকদের জখম হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এমনকি, চিনা মাঞ্জায় গলা কেটে বাইকচালকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। চিনা মাঞ্জার এই সমস্যা এখন শহর ছাড়িয়ে শহরতলিতেও ছড়িয়ে গিয়েছে। গত মাসেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে চিনা মাঞ্জায় গলায় আঘাত পেয়ে মৃত্যু হয়েছে এক প্রাক্তন সেনাকর্মীর। তিনি ওই রাস্তা দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন। ওই ঘটনার পরে অবশ্য ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ বেশ কয়েক জনকে গ্রেফতার করেছিল। উদ্ধার করা হয় প্রচুর চিনা মাঞ্জার সুতোও।

    রবিবার বিকেলে ওই ঘটনার পরে জখম অবস্থায় সঞ্জয় ছোটেন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পরে সঞ্জয় রুবি মোড়ে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে বিষয়টি জানান। পুলিশ সঞ্জয়কে কড়েয়া থানায় অভিযোগজানাতে বলে।

    মা উড়ালপুলে এক সময়ে চিনা মাঞ্জার কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তার পরে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) ওই উড়ালপুলের বিভিন্ন জায়গায় তারের জাল বসিয়ে দিয়েছিল, যাতে মাঞ্জা সুতোয় কেউ জখম না হন। কিন্তু এখনও অনেক জায়গা ফাঁকা রয়েছে। তেমনই একটি জায়গায় রবিবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে।

    কেএমডিএ কর্তৃপক্ষের দাবি, রবিবারের ঘটনার খবর তাঁদের কাছে নেই। তবে, অতীতের একাধিক ঘটনার পরে মা উড়ালপুলে তারের জাল বসিয়ে দেওয়া হয়েছিল। এক পদস্থ আধিকারিকের কথায়, ‘‘সব জায়গায় এখনও তারের জাল বসানো সম্ভব হয়নি। সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ ওই উড়ালপুলের যে সমস্ত অংশে অতীতে চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনা ঘটেছে, সে সমস্ত অংশে জাল বসানো হয়েছিল। রবিবারের ঘটনার কোনও তথ্য আমাদের কাছে নেই। তবে, নির্দেশ এলে ওই অংশেও জাল বসিয়ে দেওয়া হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)