• সুষ্ঠভাবে কালীপুজো সম্পন্ন করতে সিপির বৈঠক, শব্দদূষণ রোধে জ়িরো টলারেন্স নীতি পুলিশের
    এই সময় | ১৪ অক্টোবর ২০২৫
  • এই সময়: দুর্গাপুজো শেষে এ বার কালীপুজো, দীপাবলি। বাজির দাপটে আলোর উৎসব অনেক দিন ধরেই পরিণত হয়েছে শব্দের উৎসবে। প্রতি বছরেই এই নিয়ে হাজার অভিযোগ ওঠে, কিন্তু নিষিদ্ধ শব্দবাজি ফাটা বন্ধ হয় না। এ বারও কালীপুজোর সময়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ।

    ২০ অক্টোবর কালীপুজো। জানা যাচ্ছে, ১৫ অক্টোবর কালীপুজোর উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসবেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এই বৈঠকে সব পুজো কমিটির দু’জন সদস্য, সিইএসসি, দমকল, কলকাতা পুরসভা এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসাররা থাকবেন।

    শব্দবাজি জব্দ করা, মাইক বাজানোর সময়সীমা নিয়ন্ত্রণ এবং প্রতিমা বিসর্জন সংক্রান্ত নির্দেশিকা নিয়ে আলোচনা হবে। উৎসবের সময়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, মোবাইল ভ্যান ও ড্রোন ব্যবহার করে নজরদারি চলবে। নিরাপত্তার বিষয়ে উদ্যোক্তাদের কোনও পরামর্শ রয়েছে কি না, সেটাও জানতে চাইবেন লালবাজারের কর্তারা।

    কলকাতা পুলিশের বক্তব্য, শব্দদূষণ রোধে এ বার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। প্রতিটি থানাকে তাদের এলাকায় কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। তবে পরিবেশকর্মীদের দাবি, লালবাজার আগেই এই বৈঠক করতে পারত। কারণ শহরে নিষিদ্ধ বাজি ঢোকা শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। যদিও পুলিশকর্তাদের পাল্টা বক্তব্য, যে সব রাস্তা দিয়ে শহরে নিষিদ্ধ বাজি ঢোকে, সেই জায়গাগুলিতে বাড়তি নজরদারি রয়েছে।

  • Link to this news (এই সময়)