আজকাল ওয়েবডেস্ক: ট্রেনে লক্ষ লক্ষ টাকার মাদক পাচারের ছক বানচাল করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। ওড়িশার টিলাগড় স্টেশনে আরপিএফের এক অভিযানে গ্রেফতার করা হয়েছে ছয় যুবককে। তাঁদের পোশাকের ভিতর থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২.৯২ কেজি গাঁজা, যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ২২ হাজার টাকা। ধৃতেরা প্রত্যেকেই মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিনব কৌশলে মাদক পাচারের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের ঘেরাটোপের মধ্যে অভিযুক্তেরা এক এক করে জামা খুলছে। আর জামা খুলতেই বেরিয়ে আসছে সারা শরীরে দড়ি দিয়ে বাঁধা গাঁজার ছোট ছোট প্যাকেট। আরপিএফের অভিযোগ এই অভিনব কৌশলেই ওড়িশা থেকে মধ্যপ্রদেশে মাদক পাচারের ছক কষেছিলেন ওই যুবকেরা।
শরীরের সঙ্গে লেপটে পোশাকের নীচে মাদক লুকিয়ে পাচারের এই কৌশল দেখে তাজ্জব বনে গিয়েছেন তদন্তকারীরা আধিকারিকরাও। তবে এমন ধূর্ত পাচারকারীদের ধরে ফেলার পর টিলাগড় স্টেশনের আরপিএফের প্রশংসা করছে সব মহল। দ্রুত পদক্ষেপের জন্য সাব-ইনস্পেক্টর বিনয় কুমার ভোইয়ের প্রশংসা করা হচ্ছে।
প্রশাসন সূত্রে খবর, মাদক পাচারের বিরুদ্ধে ওই এলাকায় লাগাতার অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি টিলাগড় স্টেশন থেকেই আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছিল মাদক পাচারের অভিযোগে। সেই সময় ধৃতদের কাছ থেকে ৩৫ কেজিরও বেশি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। আবগারি দফতর এবং আরপিএফের যৌথ অভিযানে এই সাফল্য আসে। আবগারি আধিকারিক আশিস বেহেরা জানিয়েছেন, উদ্ধার হওয়া ওই গাঁজার বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৫৫ হাজার টাকা।
সূত্রের খবর, ট্রেনে করে গাঁজা পাচারের প্রস্তুতির সময়ই অভিযুক্তদের হাতেনাতে ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে আবগারি দফতরের দাবি, ধৃতরা নিছক পাচারকারী। এই পাচার চক্রের শিকড় আরও গভীর। মূল চক্রীদের ধরতে তদন্ত চালানো হচ্ছে।