• বর্ধমান স্টেশন দুর্ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন পূর্ব রেলের...
    আজকাল | ১৪ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার সন্ধেয় বর্ধমান স্টেশনের ৪ এবং ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝের ফুটওভার ব্রিজের সিঁড়িতে পদপিষ্ট হয়ে বহু যাত্রী আহত হওয়ার ঘটনায় তদন্তে নামল পূর্ব রেল। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ভবিষ্যতে এমন ঘটনা রোধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা খতিয়ে দেখার জন্য ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

     এই বিষয়ে আরপিএফের পূর্ব রেলের ডিআইজি রফিক আহমদ আনসারী বলেন ‘‌চার সদস্যের কমিটি ইনস্পেকশন বা তদন্ত করে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।’‌ তিনি আরও জানান, দুর্ঘটনার সময় আরপিএফ মোতায়েন না থাকার অভিযোগ ভিত্তিহীন। সেদিন স্বীয় সংখ্যক আরপিএফ ডিউটিতে ছিলেন বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, ‘‌আমাদের স্ট্রেন্থ অনুযায়ী আরপিএফ যথাযথভাবে ডিউটিতে ছিল।’‌ দুর্ঘটনার পর রবিবার রাতেই আহত আটজন যাত্রীকে বর্ধমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। সোমবার তাঁদের মধ্যে চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে রবিবারই হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হয়েছিল। আহত দুই মহিলা এখনও ভর্তি রয়েছেন। যার মধ্যে একজনকে সিসিইউ–তে রাখা হয়েছে।

     এদিকে সোমবার দিনভর রেলের বিভিন্ন বিভাগের প্রশাসনিক আধিকারিকরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিটির রিপোর্ট জমা পড়ার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পদক্ষেপ নেওয়া হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

    সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জিএম) মিলিন্দ দেওস্কর। ছিলেন অন্যান্য পদস্থ আধিকারিকরা। এদিন জেনারেল ম্যানেজার রবিবার বিকেলে বর্ধমান স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট হবার ঘটনাকে দুঃখজনক বলে মেনে নেন। ঘটনার পর দফায় দফায় রেল এবং আরপিএফের আধিকারিকরা এসেছিলেন। সোমবার বিকেলে পরিদর্শনে আসেন জিএম। তিনি জানান, আট জন আহত হয়েছেন। তার মধ্যে তিনজন বেশি আহত। তাদেরকে হাওড়া অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের রেলের নিয়মে প্রাপ্য অনুদান দেওয়া হয়েছে। এদিন তিনি স্বীকার করে নেন, ভিড় নিয়ন্ত্রণে আনার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে ।  এই স্টেশন খুব পুরনো। এই স্টেশন এত যাত্রীর জন্য তৈরি ছিল না। ১৬৭টি ট্রেন চলে এখানে। এর পাশাপাশি তিনি জানান, এখানে প্ল্যাটফর্ম খুব কম চওড়া। ওঠানামার সিড়ি আরও চওড়া করার উপায় নেই। তবে তিনি জানান, ফুটব্রিজ বাড়ছে। এছাড়াও ৬/৭ নম্বর প্লাটফর্ম আরও বহরে বাড়বে। ৬ মাসের মধ্যে ইয়ার্ড বাড়ানো হবে।

    ২০১৯ থেকে ২০২৫। বারবার একই ধরণের ঘটনা ঘটেছে। জেনারেল ম্যানেজার তার উত্তরে জানান, ৭/৮ দিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি করার চেষ্টা চলছে। ট্রেন ম্যানেজমেন্ট একটু অন্যভাবে ভাবা হচ্ছে। সেইসঙ্গে তিনি জানান, তদন্ত কমিটি গড়া হয়েছে। এতে বিভিন্ন বিভাগের আধিকারিকরা রয়েছেন। তবে প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন, এখনও গাফিলতির কোনও তথ্য সামনে আসেনি। ১৫ মিনিট আগেই ঘোষণা হয়েছিল। প্ল্যাটফর্ম পরিবর্তনও হয়নি। তবে আরও সব দিক খতিয়ে দেখা হচ্ছে। স্টেশনে কেউ আহত হলে দ্রুত অ্যাম্বুলেন্স পাওয়ার ব্যাপারে তিনি ভাবনাচিন্তা করার আশ্বাস দেন।

  • Link to this news (আজকাল)