• অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, এলওসিতে সেনার গুলিতে খতম দুই জঙ্গি, চলছে তল্লাশি অভিযান
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • শ্রীনগর, ১৪ অক্টোবর: পাক প্ররোচনায় ফের উত্তপ্ত নিয়ন্ত্রণরেখা। জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় এলওসি বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। বাকিদের সন্ধানে বিস্তীর্ণ এলাকায় চলছে তল্লাশি অভিযান।সেনা সূত্রে জানা গিয়েছে, কুপওয়ারা জেলার মছিল সেক্টরে সোমবার রাতে নিয়ন্ত্রণরেখায় অস্বাভাবিক গতিবিধি নজরে আসে পাহারারত জওয়ানদের। তার পরেই ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান। সে সময় বিপদ বুঝে গুলি চালাতে শুরু করে পাক জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। শুরু হয় দু’তরফের গুলির লড়াই। এখনও পর্যন্ত দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। যদিও এখনও তাদের পরিচয় জানানো হয়নি।অন্যদিকে, দুদনিয়াল সেক্টরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যার ফলে জঙ্গিদের অনুপ্রবেশ করার চেষ্টার আশঙ্কা করা হচ্ছে। সেনাকে বিভ্রান্ত করার জন্য একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে মনে করছেন সেনার পদস্থ আধিকারিকরা। 
  • Link to this news (বর্তমান)