• কলকাতার গার্ডেনরিচে ধর্ষণ ২ নাবালিকাকে, অন্তঃসত্ত্বা একজন, ধৃত অভিযুক্তরা
    হিন্দুস্তান টাইমস | ১৪ অক্টোবর ২০২৫
  • দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়া গণধর্ষণের ঘটনায় গোটা রাজ্য তোলপাড়। এরই মাঝে এবার ফের ধর্ষণের ঘটনা সামনে এল খাস কলকাতায়। জানা গিয়েছে, কলকাতার গার্ডেনরিচে ধর্ষণের শিকার নাবালিকা। ঘটনায় নির্যাতিতা নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। এদিকে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কুতুবউদ্দিন শাহ। পকসো-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে কুতুবউদ্দিনের বিরুদ্ধে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ধৃত কুতুবউদ্দিনকে জেরা চালাচ্ছে পুলিশ।

    রিপোর্ট অনুযায়ী, গার্ডেনরিচের ঘটনাটি ঘটেছে বেশ কয়েকদিন আগে। ২৮ সেপ্টেম্বর নাবালিকার পরিবার দক্ষিণ বন্দর থানায় অভিযোগ দায়ের করে এই মামলায়। অভিযোগ, একাধিক জায়গায় একাধিকবার সেই নাবালিকাকে ধর্ষণ করেছে কুতুবউদ্দিন। এই অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত চালায়। এরপর গত ১২ অক্টোবর গভীর রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কুতুবুদ্দিন সেই নাবালিকার পূর্বপরিচিত। নাবালিকাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত সে।

    এদিকে অপর এক ঘটনায় ৯ বছর বয়সি এক নাবালিকর ওপর যৌন হেনস্থা করার অভিযোহ উঠেছে এই বন্দর এলাকাতেই। ঘটনাটি ঘটে গত ১১ অক্টোবর। ঘটনায় স্থানীয় এক সোনার দোকানের ম্যানেজার ইমতিয়াজ আলমকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, যৌন হেনস্থার পর সেই নাবালিকাকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলেছিল ইমজতিয়াজ। কিন্তু পরে সেই রাতে অসুস্থ হয়ে পড়ে নাবালিকাটি। তখন বাড়ির লোকের প্রশ্নের মুখে গোটা ঘটনা বলে সেই নির্যাতিতা। পরিবারের সদস্য তখন ইমতিয়াজের খোঁজে বের হয়। তবে ইমতিয়াজ ততক্ষণে এলাকা ছেড়ে হাওয়া। পরে পুলিশে অভিযোগ দায়ের করা হলে তল্লাশি শুরু করা হয়। ১৩ অক্টোবর সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)