• আপৎকালীন পরিস্থিতি এড়াতে কালীপুজোয় বন্ধ থাকবে নৈহাটির ১ নম্বর প্ল্যাটফর্ম
    এই সময় | ১৪ অক্টোবর ২০২৫
  • এই সময়, নৈহাটি: কালীপুজোর সময়ে এমনিতেই নৈহাটিতে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়। এর সঙ্গে যুক্ত হয় নৈহাটির বিখ্যাত বড়মাকে দর্শনের জন্য ভক্তদের আকুতি। ফলে অতিরিক্ত ভিড় সামাল দিতে বেগ পেতে হয় পুলিশ এবং রেলকে। ভিড় নিয়ন্ত্রণের রূপরেখা ঠিক করতে সোমবার রেল এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা যৌথ পরিদর্শন করলেন নৈহাটি স্টেশনে। আরপিএফ, রেলপুলিশ ও পূর্ব রেলের কর্তাদের পাশাপাশি ছিলেন রাজ্যের দমকল বিভাগ, পূর্ত দপ্তর ও নৈহাটি পুরসভার কর্মকর্তারাও। ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা-সহ অন্যান্য পদস্থ কর্তারাও।

    আলোচনার বিষয় ছিল নৈহাটির বড়মা এবং অন্যান্য কালীপুজোর জন্য যে প্রবল ভিড় হয়, তা সামাল দিতে এবং যে কোনও আপৎকালীন পরিস্থিতি এড়াতে নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে না। আরপিএফ এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ১৯ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে পুজোর দিনগুলিতে নৈহাটি লোকাল এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে না। পুজোর দিনগুলিতে নৈহাটি লোকাল ৫ এবং ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে।

    পাশাপাশি ঠিক হয়েছে যে সমস্ত দর্শনার্থী বড়মাকে দর্শন করতে ট্রেনে চেপে আসবেন, তাদের সাবওয়ে ব্যবহার করতে হবে। সাবওয়ে দিয়ে বেরিয়ে সোজা অরবিন্দ রোডে ঢুকবেন সেই সমস্ত দর্শনার্থীরা। নৈহাটি প্ল্যাটফর্মের পূর্ব দিকে একটি বহু পুরোনো ফুট ওভারব্রিজ রয়েছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যাতে কালীপুজোর দিনগুলিতে যাতে সেই ফুট ওভারব্রিজে কোনও দর্শনার্থী না ওঠেন তার ব্যবস্থা করতে।

    নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, 'বড়মাকে দর্শন করতে লক্ষ লক্ষ মানুষ আসবেন। কিন্তু নৈহাটি স্টেশনের পরিকাঠামো খুবই খারাপ। এ বিষয়টি রেলের আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত।' ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানিয়েছেন, 'ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং রেলরক্ষী বাহিনীর তরফ থেকে একটি যৌথ কন্ট্রোলরুম খোলা হবে কালীপুজোর সময়। যাতে দর্শনার্থীরা কোনও সমস্যায় পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।'

  • Link to this news (এই সময়)