• দুর্গাপুরে গণধর্ষণের ঘটনায় আজই পুনর্নির্মাণ, দুই ধৃতের বাড়ি থেকে উদ্ধার পোশাক
    এই সময় | ১৪ অক্টোবর ২০২৫
  • দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ ধৃত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার পুলিশ ধৃতদের সঙ্গে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। মঙ্গলবার সকালে ধৃতদের মধ্যে দু’জন শেখ নাসিরুদ্দিন ও শেখ রিয়াজউদ্দিনকে নিয়ে পুলিশ বিজাড়া গ্রামে তাদের বাড়িতে যায়। ঘটনার দিন অর্থাৎ শুক্রবার রাতে ওই দু’জন যে পোশাক পরেছিল, এ দিন পুলিশ তাদের বাড়ি থেকে তা উদ্ধার করে।

    সূত্রের খবর, মঙ্গলবার সকালে পুলিশ ওই দু’জনের বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। এর পরে পুলিশ তাদের বাড়ি থেকে পোশাকগুলি উদ্ধার করে। জানা গিয়েছে, ধৃতদের পোশাকগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার দুপুরের দিকে ধৃত দু’জনকে ঘটনার পুনর্নির্মাণের (রিকনস্ট্রাকশন) জন্য পরানগঞ্জ শ্মশান কালীমন্দির সংলগ্ন জঙ্গলে নিয়ে যাওয়া হবে।

    সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্যাতিতার বাবা জানিয়েছিলেন, তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের মেয়েকে ওডিশায় তাঁর নিজেদের বাড়িতে নিয়ে যেতে চান। বর্তমানে ওই তরুণী হাসপাতালে ভর্তি। আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফে সোমবার মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ওই ছাত্রীর অবস্থা স্থিতিশীল, তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন।

    উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টা নাগাদ ওই তরুণী তাঁর এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময়েই তরুণীকে স্থানীয় জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই ঘটনায় শনিবার রাতে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। এর পরে গণধর্ষণে সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে রবিবার রাতে পুলিশ আরও দু’জনকে গ্রেপ্তার করেছে।

  • Link to this news (এই সময়)