হরিয়ানার IPS ওয়াই পূরণ কুমারের মৃত্যু তদন্তের মধ্যেই চাঞ্চল্যকর মোড় নিল গোটা ঘটনা। মঙ্গলবার মৃত অফিসারকেই দায়ী করে আত্মঘাতী হয়েছেন হরিয়ানার ASP সন্দীপ কুমার। তিনি কর্মরত ছিলেন রোহতকের সাইবার সেলে। তাঁর দাবি, IPS ওয়াই পূরণ কুমার একজন দুর্নীতিগ্রস্ত অফিসার ছিলেন।
পুলিশ সূত্রে খবর, ASP সন্দীপ কুমার নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যার আগে তিনি একটি ভিডিয়ো মেসেজ শুট করেন এবং একটি তিন পাতার সুইসাইড নোটও মিলেছে। সেই নোটে সন্দীপ কুমার হরিয়ানার IPS ওয়াই পূরণ কুমারকে একজন দুর্নীতিবাজ অফিসার বলে দাবি করেছেন এবং তাঁর অভিযোগ গ্রেপ্তারি এড়াতেই আত্মঘাতী হয়েছেন পূরণ।
বিস্তারিত আসছে...