• বিহার ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, উপমুখ্যমন্ত্রী-সহ রয়েছে ৭১ জনের নাম
    এই সময় | ১৪ অক্টোবর ২০২৫
  • প্রতীক্ষার অবসান। বিহার ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকায় নাম রয়েছে ৭১ জনের। প্রথম দফার মনোনয়ন পেশের মেয়াদ শেষের তিন দিন আগে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।

    প্রথম তালিকাতেই নাম রয়েছে উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহার। চৌধুরীদের দুর্গ তারাপুর আসন থেকে লড়বেন সম্রাট এবং সিনহা প্রতিদ্বন্দ্বিতা করছেন লখিসরাই আসন থেকে। তবে বাদ পড়েছে স্পিকার নন্দকিশোর যাদবের নাম। এতদিন পাটনা সাহিব আসন থেকে লড়ে আসা নন্দকিশোর যাদবকে সরিয়ে ওই কেন্দ্রে রত্নেশ কুশওয়াহাকে প্রার্থী করেছে বিজেপি।

    এ ছাড়া পাটনার প্রধান দুটি কেন্দ্রে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে গেরুয়া শিবির। অরুণ কুমার সিনহার পরিবর্তে পাটনার কুমহার সিটি থেকে সঞ্জয় গুপ্তকে টিকিট দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী তারকিশোর প্রসাদ কাটিহার থেকে, স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে সিওয়ান থেকে এবং সড়ক নির্মাণমন্ত্রী নীতিন নবীন লড়বেন বাঁকিপুর থেকে ।

    ২৪৩ সদস্যের বিহার বিধানসভার নির্বাচন এ বার হবে দুই দফায়। প্রথম দফার ভোটগ্রহণ হবে ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফা সম্পন্ন হবে ১১ নভেম্বর। প্রথম দফায় ভোট রয়েছে ১২১টি বিধানসভা কেন্দ্রে। প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২০ অক্টোবর পর্যন্ত।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)