নয়াদিল্লি, ১৪ অক্টোবর : টোল প্লাজার শৌচালয়ের বেহাল দশা? চারিদিকে নোংরা থিকথিক করছে? অভিযোগ জানান জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষকে। মিলবে ১,০০০ টাকা উপহার। তবে তা নগদে নয়। ইনাম যুক্ত হবে আপনার ফাস্ট ট্যাগ অ্যাকাউন্টে। হাইওয়ে ব্যবহারকারীদের উৎসাহিত করতে এই বিশেষ পদক্ষেপ করেছে এনএইচএআই কর্তৃপক্ষ। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
এনএইচএআই কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘রাজমার্গযাত্রা’ (Rajmargyatra) অ্যাপের সর্বশেষ ভার্সনের মাধ্যমে টোল প্লাজায় নোংরা টয়লেটের জিও-ট্যাগড ছবি আপলোড করতে পারবেন হাইওয়ে ব্যবহারকারীরা। সেইসঙ্গে দিতে হবে ইউজারের নাম, লোকেশন, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নম্বরের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভাগ্য ভালো থাকলে মিলতে পারে ১,০০০ টাকার উপহার। যা ফাস্ট ট্যাগ রিচার্জ হিসেবে মিলবে।