• আজ কি কলকাতায় বৃষ্টি হবে? জানুন আপডেট
    বর্তমান | ১৪ অক্টোবর ২০২৫
  • কলকাতা, ১৪ অক্টোবর: বাংলা থেকে এবারের মতো আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে বর্ষা। ইতিমধ্যে তার প্রভাবও দেখা যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে রোদ ঝলমলে কলকাতার আকাশ। মেঘের চিহ্নমাত্র নেই। তবে দুপুরের পরে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্যের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। 
  • Link to this news (বর্তমান)