• টোটো নিয়ন্ত্রণে নয়া নিয়ম, ৩০ নভেম্বর থেকে কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো বাধ্যতামূলক
    দৈনিক স্টেটসম্যান | ১৪ অক্টোবর ২০২৫
  • টোটো নিয়ন্ত্রণে নয়া প্রক্রিয়া চালু করতে চলেছে পরিবহণদপ্তর। রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে বলে খবর। কিউআর কোড দেওয়া স্টিকারও লাগাতে হবে টোটোর গায়ে। সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। সোমবার ২৫০ জন অনলাইনে আবেদন করেছেন বলে পরিবহণ দপ্তর সূত্রে খবর। আরও বেশি সংখ্যক মানুষকে বিষয়টি জানাতে সরকারের তরফে প্রচার চালানো হবে বলে জানা গেছে।

    ৩০ নভেম্বররের পর থেকে নম্বরহিবীন কোনও টোটো চালানো যাবে না। নম্বরের জন্য অনলাইনে আবেদন করা যাবে। তার জন্য প্রত্যেক আরটিও অফিসে ক্যাম্প শুরু হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রগুলোতেও এই আবেদন করা যাবে। রাজ্যের সমস্ত ব্লকের এই সহায়তা কেন্দ্রগুলোর কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

    এক হাজার টাকা ফি দিলেই টোটো চালক বা মালিকরা পাবেন একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর। তাতে থাকবে কিউআর কোড। সেই নম্বরের স্টিকার লাগানো থাকবে টোটোর গায়ে। ৩০ নভেম্বরের পর থেকে টোটোর গায়ে স্টিকার না থাকলে রাস্তায় নামতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

    রাজ্যে কত টোটো চলে তার কোনও সঠিক হিসেব পরিবহণদপ্তরের কাছে নেই। তা প্রায় ১৫ লাখের কাছাকাছি হতে পারে বলে খবর। টোটোর সংখ্যা দ্রুত গতিতে বাড়ায় রাস্তায় যানজট তৈরি হচ্ছে। তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে। প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চলে। পরে টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে।

    স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেই পুরসভা বা পঞ্চায়েত, তা ঠিক করবে। এখন টোটো রেজিস্ট্রেশন করানো দিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। পরিবহণ দপ্তর সূত্রের খবর, আগামিদিনে টোটো চালাতে গেলেও নির্দিষ্ট পরীক্ষার মাধ‌্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে চালকদের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)