• বর্ষার অবসান, তবে এখনই শীত আসার সম্ভাবনা নেই
    দৈনিক স্টেটসম্যান | ১৪ অক্টোবর ২০২৫
  • এবছরের মতো বাংলা থেকে বিদায় নিল বর্ষা। সোমবার আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায়ের কথা এক বিবৃতির মাধ্যমে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। প্রতিবছর ১০ অক্টোবর নাগাদ রাজ্য থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অপসারণ ঘটে। তবে এবার সময় থেকে কিছুটা দেরিতেই বিদায় নিল বর্ষা। গত কয়েকদিনে বর্ষার এই বিদায় প্রস্তুতির সময়ে রাজ্যের তাপমাত্রা কিছুটা কমেছে। তবে আবহাওয়া দপ্তরের খবর, তাপমাত্রা কমলেও শীত আসার মতো অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আপাতত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    চলতি বছরে দক্ষিণ-পশ্চিম মৌসুমীর প্রভাবে অত্যাধিক বৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। টানা ভারী বর্ষণে কলকাতা থেকে শুরু করে উত্তরবঙ্গ ভেসেছে জলে। রাতভর টানা বৃষ্টিতে দু-তিনদিন জলমগ্ন অবস্থায় ছিল কলকাতা। টানা ভারী বৃষ্টিপাতে বানভাসি উত্তরবঙ্গ। ভেঙেছে সেতু, ভেসে গিয়েছে বাড়ি। বৃষ্টিতে নাজেহাল পুরো রাজ্যবাসী। বাঙালির শ্রেষ্ঠ উৎসবও কেটেছে বর্ষামুখরিত হয়ে। অবশেষে বাংলা থেকে বিদায় নিল বর্ষা। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের একাধিক প্রান্ত থেকে সোমবার বর্ষা বিদায় নিয়েছে।

    হাওয়া অফিসের বিবৃতি অনুযায়ী, কর্নাটকের কিছু অংশ, তেলঙ্গানার কিছু অংশ, মহারাষ্ট্রের অধিকাংশ অঞ্চল থেকে আনুষ্ঠানিকভাবে সরে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মধ্যপ্রদেশ, বিহার এবং ছত্তিশগড়ের বেশিরভাগ এলাকা থেকে বর্ষা আগেই বিদায় নিয়েছিল। যে অংশগুলি এখনও বাকি ছিল, সেখানেও সোমবার বর্ষাবিদায় ঘটেছে। এছাড়া সমগ্র গোয়া, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে বর্ষা চলে গিয়েছে। ওড়িশার কিছু অংশ, উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)